গেইল-রাসেলের চোট, দুচিন্তায় ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিতলেও পরবর্তী ম্যাচের আগে দুশ্চিন্তায় রয়েছে উইন্ডিজ শিবির। অধিনায়ক হোল্ডার অবশ্য দুইজনের সুস্থতাঁর ব্যাপারে আশাবাদী।
অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং ওপেনার ক্রিস গেইলের ইনজুরি ভাবাচ্ছে অধিনায়ক জেসন হোল্ডারকে। দুজনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় চোট পেয়েছেন।

বিশ্বকাপে উইন্ডিজদের প্রথম জয় তুলে নেয়ার পেছনে বড় অবদান ছিল এই দুই ক্রিকেটারের। তাই নিজেদের পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাসেল এবং গেইলকে বড় হাতিয়ার হিসেবে মানছেন অধিনায়ক হোল্ডার।
'চোট নিয়ে মাঠ ছেড়েছিল রাসেল, বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, এখনও আমাদের হাতে সময় আছে কয়েকদিন। আশা করছি সে দ্রুত ফিট হয়ে উঠবে। আমি নিজেও শতভাগ নিশ্চিত নই তাঁর আসলে কি হয়েছে।
'গেইলের ক্ষেত্রেও একই কথা বলব। আমি আসলে নিশ্চিত নই ওর কি হয়েছে, আমি ম্যাচ শেষে খাওয়া দাওয়া করছিলাম। ফিজিও তাঁর দেখাশুনা করছে, আশা করছি সেও দ্রুত ফিট হয়ে উঠবে। এখনও ৫দিন সময় আছে আমাদের হাতে।'
আগামী ৬ই জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জেসন হোল্ডারের দল। ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।