promotional_ad

পরিসংখ্যানে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। মাঠের লড়াইয়ে নামার আগে জেনে নেয়া যাক দুই দলের কিছু পরিসংখ্যান।


মুখোমুখিঃ এখন পর্যন্ত মোট ২০টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। যেখানে ১৭টিতেই জয়ের দেখা পেয়েছে প্রোটিয়ারা এবং মাত্র ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল টাইগাররা। এরপর ২০১৫ সালে দেশের মাটিতে বাকি দুই ম্যাচে জয় পায় মাশরাফির দল।  


ইংল্যান্ডের মাটিতে মুখোমুখিঃ ইংল্যান্ডের মাটিতে মাত্র একটি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল এখন পর্যন্ত। ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে ১ উইকেট হারিয়ে ১৭.৫ ওভারে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। 



promotional_ad

ব্যাটিং গড়ঃ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে হাশিম আমলা, এইডেন মার্করাম, কুইন্টন ডি কক এবং ফাফ ডু প্লেসিসের ব্যাটিং গড় ৬০। এছাড়াও বাঁহাতি ব্যাটসম্যান জেপি ডুমিনি এবং ডেভিড মিলারের ব্যাটিং গড় যথাক্রমে ৪০ ও ২৭।  


সর্বোচ্চ উইকেটঃ দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ উইকেট প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার। চার বছর আগে ঢাকার মিপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিজের অভিষেক ওয়ানডেতেই চার উইকেট শিকারে করেছিলেন তিনি। টাইগারদের বিপক্ষে তাঁর ওয়ানডে উইকেট সংখ্যা ১৩টি। 


ওয়ান ম্যান আর্মিঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান এবং উইকেটের দিক থেকে বাংলাদেশের হয়ে সবার ওপরে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন পর্যন্ত মোট ১৩টি ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি। যেখানে ১২টি ইনিংসে ১২টি উইকেট নেয়ার পাশাপাশি ৩২২ রান সংগ্রহ করেছেন তিনি। 


পুরনো দলঃ ইস্ট লন্ডনের বাফেলো পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেবারের স্কোয়াডে থাকা ৬ জন ক্রিকেটারই খেলছেন এবারের বিশ্বকাপে। অর্থাৎ রবিবার চেনা প্রতিপক্ষের বিপক্ষেই মাঠে নামছে মাশরাফি বাহিনী। 



১০০ এর নিচে অলআউটঃ বাংলাদেশকে এখন পর্যন্ত মোট দুই বার ১০০ এর নিচে অলআউট করেছে দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশে বিপক্ষে প্রোটিয়াদের সর্বনিম্ন দলীয় স্কোর ১৬২ আর সর্বোচ্চ তিনবার ৩৫০ এর বেশি রান করেছে তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball