উইকেট পেয়েও সমালোচনার মুখে আমির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজদের কাছে পাত্তাই পায় নি পাকিস্তান। দল হারলেও এদিন উইকেটের দেখা পেয়েছেন পেসার মোহাম্মদ আমির। ৩ উইকেট শিকার করেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।
সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের দাবি, আমির প্রতিপক্ষের মনে ভয়ের সঞ্চার সৃষ্টি করতে পারেন নি। এমনকি গতি এবং সুইংয়ের দিক দিয়েও ঘাটতি ছিল তাঁর বোলিংয়ে।

বিশ্বকাপে অংশ নেয়ার আগে উইকেটের দেখা পাচ্ছিলেন না আমির। ২০১৭ সাল থেকে গত ম্যাচের আগে পর্যন্ত মাত্র ৫ উইকেট নেয়া এই পেসারের ফর্ম নিয়ে ছিল অনেক সমালোচনা। উইন্ডিজদের বিপক্ষে ৩ উইকেট নিলেও সমালোচনা এড়াতে পারেন নি তিনি।
'আমির ৩ উইকেট নিয়েছে যা পাকিস্তানের জন্য ইতিবাচক, কিন্তু তারপরও তাঁর বোলিং ফর্ম আমাকে দুশ্চিন্তায় ফেলছে। কারণ আপনার দল ১০৫ রানে গুঁটিয়ে গিয়েছে এবং আপনার ফাস্ট বোলার প্রথম ওভারে বোলিংয়ে এসে মাত্র ৮০-৮১ গতিতে বোলিং করছে কোন সুইং ছাড়া।
তখনই প্রতিপক্ষের ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে খেলতে শুরু করে। আপনি আপনার উপস্থতিতি প্রতিপক্ষকে জানান দিচ্ছেন না যে এখানে জিততে এসেছে পাকিস্তান।'
প্রথম ম্যাচে উইন্ডিজদের কাছে বিধ্বস্ত হওয়ার পর নিজেদের পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। সেই লক্ষ্যেই ৩ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সরফরাজ আহমেদের দল।