সর্বোচ্চ আয়ে স্টোকসের পাশে আর্চার!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তির পর ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আয় করার সম্ভাবনা রয়েছে অলরাউন্ডার জফরা আর্চারের। যদিও তিনি এই তালিকায় বেন স্টোকসের পাশে নাম লিখাবেন। ইংল্যান্ড দলে এতদিন স্টোকস একাই সবচেয়ে বেশি আয় করতেন।
আর্চারের টেস্ট খেলার সম্ভাবনাও জোরালো হয়েছে। আর্চারের বর্তমান ফর্ম যদি টিকে থাকে তাহলে আগামী অক্টোবর মাসেই সাদা পোশাকের ক্রিকেটে দেখা যাবে তাঁকে। তিন ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে খেললেই আয় বেড়ে যাবে আর্চারের। সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং প্রোফেশনাল ক্রিকেটার্স এসোসিয়েশানের মধ্যে একটি সভায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সেখানে প্রস্তাব করা হয়েছে, ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে খেলা ক্রিকেটাররা আগামী বছর এক মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক পাবেন। আর্চার এবং স্টোকস দুইজনই আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে থাকেন। আইপিএলের আগামী আসরের জন্য ৮ লক্ষ্য পাউন্ড পাওয়ার কথা আর্চারের। ম্যাচ ফি এবং বোনাস ছাড়া স্টোকসের আইপিএল আয় ৯ লক্ষ ২৫ হাজার পাউন্ড।
কেন্দ্রীয় চুক্তির সাথে আইপিএলের পারিশ্রমিক একত্র করলে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আয় স্টোকসের। সব ঠিক থাকলে ২০১৯-২০ মৌসুমে তাঁর সমপরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন আর্চার।
বিশ্বকাপের কিছুদিন আগেই ইংল্যান্ডের হয়ে রঙিন পোশাকে অভিষেক হয়েছিল আর্চারের। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে চমকে দেওয়ার মতো বোলিং করছেন তিনি। চার ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ছয়টি।