promotional_ad

যেসব মাইলফলকের সামনে টাইগার ক্রিকেটাররা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ষষ্ঠবারের মত বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে অংশ নিতে যাওয়া টাইগার ক্রিকেটাররা দাঁড়িয়ে আছেন বেশ কয়েকটি মাইলফলকের সামনে। এবারের বিশ্বকাপ দিয়ে সেই মাইলফলকে পা রাখতে পারেন তাঁরা।


রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর গ্রুপ পর্বে আরও ৮টি ম্যাচ খেলবে টাইগাররা। তাই গ্রুপ পর্বের এই ৯টি ম্যাচে বেশ কয়েকটি মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে সাকিব-তামিমদের সামনে। ক্রিকফ্রেঞ্জির পাঠকদের জন্য তুলে ধরা হলো মাইলফলকগুলোঃ 


সাকিব আল হাসানঃ


এবারের বিশ্বকাপ দিয়ে তৃতীয় বাংলাদেশী হিসেবে ২০০তম ওয়ানডে খেলার খ্যাতি অর্জনের দ্বারপ্রান্তে আছেন সাকিব। এছাড়া তাঁর সামনে সুযোগ রয়েছে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ৬০০০ রানের ক্লাবে প্রবেশ করে নেয়ার।


যার জন্য সাকিবের প্রয়োজন আরও ২৮৩ রান। একমাত্র বাংলাদেশী হিসেবে এই ক্লাবে আছেন তামিম ইকবাল। পাশাপাশি বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সবথেকে বেশী রান করেছেন সাকিব (৫৪০)। 


অন্যদিকে ইতিহাসের পঞ্চম অলরাউন্ডার হিসেবে ২৫০ উইকেট এবং ৫০০০ রান করা ক্রিকেটারদের ক্লাবে প্রবেশের অপেক্ষায় আছেন সাকিব। ক্যারিয়ারে ৫০০০ রান আগেই পূরণ করলেও মাত্র ১ উইকেট দূরে আছেন ২৫০ উইকেট থেকে।



promotional_ad

১ উইকেট নিলেই দ্রুততম অলরাউন্ডার হিসেবে এই রেকর্ডটি নিজের করে নিবেন তিনি। তাঁর আগে এই ক্লাবে নাম লিখিয়েছিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, আব্দুর রাজ্জাক, শ্রীলংকার সানাথ জয়সুরিয়া এবং দক্ষিণ আফ্রিকার জ্যাকস ক্যালিস।


তামিম ইকবালঃ


সাকিবের মত তামিমও দাঁড়িয়ে আছেন ক্যারিয়ারের ২০০'তম ওয়ানডে খেলার সামনে। বিশ্বকাপে ৭টি ম্যাচ খেললেই চতুর্থ বাংলাদেশী হিসেবে ২০০ ওয়ানডে খেলার কীর্তি গড়বেন এই ওপেনার। ওয়ানডেতে আর মাত্র ৪টি ফিফটি হাঁকালেই ইতিহাসের ২৬তম ব্যাটসম্যান হিসেবে অর্ধশতকের অর্ধশতক পূরণ করবেন এই ওপেনার। 


মাশরাফি বিন মর্তুজাঃ 


অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট নেয়ার খুব কাছে দাঁড়িয়ে আছেন মাশরাফি বিন মর্তুজা। মাত্র ৩ উইকেট নিলেই ১০০ উইকেট হবে তাঁর। এর আগে পাকিস্তানের ইমরান খান এবং ওয়াসিম আকরাম ও দক্ষিণ আফ্রিকার শন পলক এই মাইলফলক স্পর্শ করেছিলেন। ১৫৮ উইকেট নিয়ে সবার উপরে আছেন ওয়াসিম আকরাম। 


বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশকে সবচেয়ে বেশী ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার, তাঁকে পেছনে ফেলার খুব কাছে আছেন মাশরাফি। মাশরাফির নেতৃত্বে বিশ্বকাপে ৫ ম্যাচ খেলা বাংলাদেশ হাবিবুল বাশারের অধীনে খেলেছে ৮ ম্যাচ। 


মাহমুদুল্লাহ রিয়াদঃ 



চতুর্থ বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে ৪০০০ রানের ক্লাবে প্রবেশের অপেক্ষায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর মাত্র ২৪৩ রান করলেই তামিম, সাকিব এবং মুশফিকদের পাশে নাম লিখাবেন তিনি।


রুবেল হোসেনঃ


এবারের বিশ্বকাপে মাত্র ৩টি ম্যাচ খেললেই ১১তম বাংলাদেশী হিসেবে ১০০ ওয়ানডে খেলার কীর্তি গড়বেন পেসার রুবেল হোসেন। 


মুস্তাফিজ-সৌম্যঃ


ক্যারিয়ারে পঞ্চাশতম ওয়ানডে খেলার সামনে আছেন সৌম্য সরকার এবং পেসার মুস্তাফিজুর রহমান। এই বিশ্বকাপ দিয়েই এই মাইলফলক স্পর্শ করবেন দুজন। এছাড়া আর মাত্র ১৭ উইকেট নিলেই ওয়ানডেতে ১০০ উইকেটের মালিক হবে ফিজ। এছাড়া বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশী ওয়ানডেতে ৫ উইকেট নেয়ার কীর্তিটি নিজের করে নিতে পারেন এই পেসার। সর্বোচ্চ ৪ বার ৫ উইকেট নিয়েছেন  স্পিনার রাজ্জাক আর ৩ বার নিয়েছেন মুস্তাফিজ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball