promotional_ad

বাংলাদেশের বিপক্ষে লড়াই দেখাক প্রোটিয়ারা, গাঙ্গুলির চাওয়া 

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকা আগামী ম্যাচে ঘুরে দাঁড়াবে, প্রত্যাশা সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা সৌরভের মতে বাংলাদেশের বিপক্ষে আগামী ২রা জুনের ম্যাচটিতে গ্লানি ভুলে উঠে দাঁড়াবে প্রোটিয়ারা। 


বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংলিশদের কাছে একেবারেই পাত্তা পায়নি ফাফ ডু প্লেসিসের দল। ব্যাটে, বলে তাদেরকে রীতিমত নাস্তানাবুদ করে ছেড়েছে স্বাগতিক দলটি। তবে হতাশার এই পরাজয়কে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন গাঙ্গুলি। টুর্নামেন্টের প্রথম ম্যাচ শেষে তিনি বলেছেন,  



promotional_ad

'যদিও এটি টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তারা পরাজিত হলেও তাদেরকে সেই লড়াইটি ফিরিয়ে আনতে হবে পরের ম্যাচে এবং সঙ্কল্পবদ্ধ থাকতে হবে। সবকিছু পেছনে ফেলে এগিয়ে যেতে হবে তাদেরকে। বিশ্বকাপ জিততে পারলাম কি পারলাম না সেটি ব্যাপার নয়, তবে প্রতিটি খেলায় মাঠে নামার পাশাপাশি জেতার জন্য খেলার মানসিকতা নিয়ে এগোতে হবে।'  


বিশ্বমানের বোলারদের নিয়ে গড়া দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপ। দলটিতে রয়েছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহিরদের মতো তারকারা। অপরদিকে ব্যাটিংয়ে রয়েছেন হাশিম আমলা, ডু প্লেসিস, এইডেন মার্করামদের মতো খেলোয়াড়েরা। 


তবে এরপরেও আশানুরূপ পারফর্ম করতে না পারার পেছনে গাঙ্গুলি কারণ হিসেবে দাঁড় করিয়েছেন সুষ্ঠু পরিকল্পনার অভাবকে। ভালো ফলাফল পাওয়ার জন্য টপ অর্ডার ব্যাটসম্যানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। গাঙ্গুলির ভাষ্যমতে,  



'তাঁদের (প্রোটিয়া) আরও বেশি লড়াই করতে হবে, সঙ্কল্পবদ্ধ হতে হবে। তাঁদের দলে অনেক প্রতিভা রয়েছে। রাবাদা, এনগিদির মতো ক্রিকেটারদের নিয়ে দারুণ বোলিং লাইন আপ তাদের। ইমরান তাহির- অনেক ভালো একজন স্পিনার। ভারতের বিপক্ষেও সে ভালো বোলিং করেছিল। এরপর অল্প দিনের মধ্যে আবারো পারফর্ম করেছে। তবে সবমিলিয়ে পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। টপ অর্ডারের কাউকে এগিয়ে আসতে হবে এবং একটি সেঞ্চুতি হাঁকাতে হবে।'


উল্লেখ্য ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ধরাশায়ী হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে দক্ষিণ আফ্রিকা। রবিবার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশের মুখোমুখি হবে প্রোটিয়ারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball