প্রোটিয়াদের বিপক্ষে খেলার জোরালো সম্ভাবনা সাইফুদ্দিনের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে একাদশে জায়গা করে নিতে পারেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ক্রিকবাজকে এমন আভাস দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
আপাতত পিঠের ব্যথায় ভুগছেন এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ছয় ওভার বল করার পর আর বল করতে পারেননি তিনি। এরপরে এমআরআই করানো হয়েছে তাঁকে।

সবমিলিয়ে সুস্থতার পথেই আছেন সাইফুদ্দিন। তবে ব্যথা পুরোপুরি যাওয়ার জন্য ইনজেকশন দিতে হতে পারে তাঁকে। ক্রিকবাজকে সুজন জানান,
'সাইফুদ্দিনকে আমরা প্রথম ম্যাচেই সুস্থ অবস্থায় পাবো বলে আশা করছি। যদিও তাঁর ব্যথা আছে এখনও, কিন্তু তা সেরে যাবে প্রথম ম্যাচের আগে, এমনটা আশা করছি আমরা। হয়তো তাঁর ইনজেকশন দিতে হতে পারে। সে আগেও দিয়েছে ইনজেকশন।'
সাইফুদ্দিন ছাড়াও আরও তিন ক্রিকেটারের ইনজুরি নিয়ে চিন্তিত বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। কাঁধের ইনজুরিতে অনেক আগে থেকেই ভুগছেন মাহমুদুল্লাহ। পায়ের মাংসপেশীতে টান ধরেছে সেরা পেসার মুস্তাফিজুর রহমানের।
এছাড়া অধিনায়ক মাশরাফির হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েও চিন্তায় টাইগাররা। তবে মাশরাফির ইনজুরি নিয়ে বেশি ভাবছেন না দলের ম্যানেজার। দ্রুতই সেরে যাবে মাশরাফির ইনজুরি, আশ্বস্ত করলেন সুজন।
'আমার মনে হয়না তাঁর ইনজুরি অতোটা গুরুতর। খেলার সময় তাঁর পায়ে টান লেগেছে, এটা এতোটা গুরুতর নয়। তাঁর হালকা চিকিৎসা নিলেই পুরোপুরি সেরে যাবে।'