১৫ জনই একাদশে থাকার মতোঃ লিটন

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় দলের দৃশ্যমান প্রতিযোগিতা চলছে ফর্মে থাকা তিন ওপেনারের মধ্যে। তামিম ইকবাল আর সৌম্য সরকারের সাথে নিজের এই মধুর প্রতিযোগিতা নিয়ে বেশি একটা চিন্তিত নন লিটন দাস। তাঁর মতে, এই তিনজনই শুধু নন, টাইগারদের একাদশে জায়গা করে নেওয়ার সামর্থ্য রাখেন স্কোয়াডের পনেরো জন ক্রিকেটারই।
নিকট অতীতে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন সৌম্য। আয়ারল্যান্ড সিরিজেই করেছেন তিনটি ফিফটি। সেই সিরিজের একটি ম্যাচে এবং প্রস্তুতি ম্যাচে জায়গা মিলেছে লিটনের, নিরাশ করেননি তিনিও।

আরেক দিকে দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠা তামিম ইকবাল তো আছেনই। সব মিলিয়ে মধুর এই প্রতিযোগিতা উপভোগ করছেন লিটন। তবে আবু জায়েদ রাহি বা মোসাদ্দেক হোসেনরা সহ যে কেউ জায়গা করে নিতে পারে একাদশে, বিশ্বাস তাঁর।
'দাবীদার তো তিনজন না, দাবীদার ১৫ জনই। যারা ইংল্যান্ডে আছে। কিন্তু ১১ জনের বেশি তো খেলতে পারব না। অনেক ভালো ভালো ক্রিকেটারও সাইড বেঞ্চে বসে থাকে। টিমের লাভ কিভাবে হচ্ছে সেটা অনুযায়ী দেখতে হবে।'
সুযোগ পেলে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন লিটন। এমনকি প্রথম তিন পজিশনে জায়গা না মিলে যদি মিডল অর্ডারেও জায়গা মিলে তাহলেও নিজেকে সেভাবে প্রস্তুত করবেন তিনি।
'সুযোগ পেলে চেষ্টা করব ভালো খেলার। সুযোগের অপেক্ষায় থাকব। দলের ম্যানেজমেন্ট আমাকে যে দায়িত্ব দিবে, চেষ্টা থাকবে তা পালন করার। এতদিন তো ওপেন করে আসলাম, এখন আমাকে যে পজিশনই দেওয়া হোক ওইভাবে মানসিকতা গড়ে তুলতে হবে। চেষ্টা থাকবে নিজের শতভাগ দেওয়ার।'