ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে মিশন শুরু করতে চায় স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। যেকারণে প্রথম ম্যাচ থেকেই সেরা ১১জনকে নিয়ে মাঠে নামতে মরিয়া দুই দল। শুরুর ২/৩টি ম্যাচে অধিনায়করা চাইবেন বিশ্বকাপে নিজেদের সেরা কম্বিনেশনটা খুঁজে বের করতে।
সেই লক্ষ্যে একাদশে ২/১টি পরিবর্তন দেখা যেতে পারে আসরের প্রথম দিকে। তবে প্রস্তুতি ম্যাচগুলো দিয়ে সব দলই এখন পর্যন্ত ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেছে। সেই সঙ্গে একাদশের ব্যাপারেও বড় রকমের ধারণা হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর।
স্বাগতিক দল হওয়ার পাশাপাশি এবারের বিশ্বকাপের সব থেকে ফেভারিট দল ইংল্যান্ড। দল গোছানোর দিক দিয়েও ভালো অবস্থানে আছে তাঁরা। অ্যালেক্স হেইলস না থাকলেও দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং জেসন রয় আছেন ওপেনিংয়ে বিধ্বংসী সূচনা এনে দেয়ার জন্য।

এই দুজন ছাড়া মরগান-রুটদের মত ব্যাটসম্যানদের ছাড়াও একাদশে থাকছেন চারজন অলরাউন্ডার। বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকসের সঙ্গে থাকছেন জোফরা আর্চার। বোলিং ইউনিটে ইংলিশদের নেতৃত্ব দেয়ার দায়িত্বটা পড়তে পারে লিয়াম প্লাঙ্কেটের কাঁধে, সঙ্গে লেগ স্পিনার আদিল রশিদও আছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘুম হারাম করতে।
এদিকে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে কোন দুশ্চিন্তায় নেই। অভিজ্ঞ হাশিম আমলা এবং কুইন্টন ডি কক খেলবেন ওপেনিংয়ে। তরুণ এইডেন মার্করাম সামাল দিবেন তিন নম্বরের দায়িত্ব। মিডল অর্ডারে অধিনায়ক ফাফ ডু প্লেসিস স্তম্ভ হিসেবে আছেন দলের জন্য। এছাড়া হার্ড হিটার হিসেবে ডেভিড মিলার এবং ভ্যান ডার ডাসেনরা আছেন প্রোটিয়াদের জন্য সেরাটা দিতে।
তবে পেসার ডেল স্টেইন ইনজুরিতে থাকায় বোলিংয়ে নেতৃত্ব দিবেন কাগিসো রাবাদা। সঙ্গে থাকবেন লুঙ্গি এনগিদি। অলরাউন্ডার হিসেবে ক্রিস মরিসকে বেঁছে নিতে পারে টিম ম্যানেজম্যান্ট। আর ইমরান তাহির তো আছেনই লেগ স্পিনার হিসেবে।
ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট / মার্ক উড, জোফরা আর্চার এবং আদিল রশিদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম / রসি ভ্যান ডার ডুসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, অ্যান্ডি ফেহলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, এবং ইমরান তাহির।