সবচেয়ে বেশি তিনশ'র রেকর্ডে তলানিতে বাংলাদেশ
ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ড বিশ্বকাপের শুরু পর্যন্ত মাত্র ছয়টি ইনিংসে তিনশ অতিক্রম করতে পেরেছে বাংলাদেশ। এই সময়ে সবচেয়ে বেশি তিনশ করা দলগুলোর তালিকায় তাঁদের অবস্থান নবমে।
বিশ্বকাপে ইংল্যান্ডের ফ্ল্যাট উইকেটগুলোতে মুহুর্মুহু রান তুলবে ব্যাটসম্যানরা। সবগুলো দলই চেষ্টা করবে তিনশ বা সাড়ে তিনশ রান করে জয়ের সম্ভাবনা এগিয়ে রাখার। আর এদিকেই পিছিয়ে আছে বাংলাদেশ।

এই সময়ে সবচেয়ে বেশি তিনশ করেছে এবারের বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড। মোট ৩৮ টি ইনিংসে তিনশ অতিক্রম করেছে ইয়ন মরগানের দল, যার মধ্যে দলীয় সর্বোচ্চ হচ্ছে ৪৮১ রান।
তালিকায় দ্বিতীয় স্থানে ভিরাট কোহলির ভারত। কিন্তু ইংল্যান্ডের ধারেকাছেও নেই তাঁরা। তিনশ অতিক্রম করেছে ২১ বার। তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়া তিনশ অতিক্রম করেছে ১৮ বার।
অজিদের সমান সংখ্যক বার তিনশ করতে ম্যাচ বেশি খেলায় তালিকায় চারে দক্ষিণ আফ্রিকা। এছাড়া আলোচ্য সময়ে পাকিস্তান ১৭, নিউজিল্যান্ড ১৫, শ্রীলংকা ১৫ ও উইন্ডিজ ১০ বার তিনশ অতিক্রম করেছে।
তালিকায় বাংলাদেশের নিচে আছে আফগানিস্তান। এই সময়ে মাত্র তিনবার তিনশ রান অতিক্রম করেছে রশিদ-নবীর আফগানিস্তান।