promotional_ad

বাংলাদেশের উন্নতিতে সন্তুষ্ট নন জহির

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির প্রায় ১৯ বছর হয়েছে বাংলাদেশের। ১৯ বছরের লম্বা সময়ে সাদা পোশাকে বাংলাদেশ দলের উন্নতি যতটা হওয়ার কথা ছিল ততোটা হয়নি বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পেসার জহির খান।


জহির মূলত কথাটি বলেছেন বিশ্বকাপে প্রভাব বিস্তার করার দিকটিকে বিবেচনা করে। ইংল্যান্ড, ভারতের মতো সাদা পোশাকে দাপট দেখানো দলগুলো বিশ্বকাপে আলাদা প্রভাব বিস্তার করবে বলে মনে করছেন তিনি। 



promotional_ad

'গুরুত্বপূর্ণ হচ্ছে আসরে নিজেদের প্রভাব বিস্তার করা। এই দিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান হতাশাজনক। বাংলাদেশ দলে যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার আছেন।


'গেল কয়েক বছরেও তা ছিল। দলটি টেস্ট স্ট্যাটাস পেয়েছে ১৯ বছরের মতো হয়ে গেছে। এই ১৯-২০ বছরে দল অনেকদূর এগিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল ততটা নয়। এদিক দিয়ে তাঁরা কিছুটা মন্থর।'


এই ১৯ বছরে ১১৬ টির মতো টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ১৩ টিতে। ড্র করেছে ১৬ টিতে, হার রয়েছে ৮৭ টি। ২০০৫ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছিল টাইগাররা।



এরপর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বড় অর্জন ২০০৯ সালে ক্যারিবিয়ানদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়। ২০১৩ সালে জিম্বাবুয়ের মাটিতে ও ২০১৭ সালে শ্রীলংকার মাটিতেও জয় তুলে নিয়েছে সাকিব-মুশফিকরা।


এছাড়া ঘরের মাটিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে একবার করে হারিয়েছে টাইগাররা। ঘরের মাঠে সিরিজ জেতার রেকর্ড আছে জিম্বাবুয়ে এবং উইন্ডিজের বিপক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball