বিশ্বকাপের বিস্ময় জাগানিয়া দল বাংলাদেশঃ শোয়েব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিশ্বকাপে বিস্ময় জাগানো পারফর্মেন্স করতে পারে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ, মন্তব্য করেছেন সাবেক পাক ফাস্ট বোলার শোয়েব আখতার।
এছাড়া রশিদ খান-গুলবাদিন নাইবদের আফগানিস্তান এবং ক্রিস গেইল-জেসন হোল্ডারদের উইন্ডিজকেও একই কাতারে রাখছেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' খ্যাত শোয়েব।

'বিস্ময় জাগানো দলগুলোর মধ্যে থাকবে আফগানিস্তান, বাংলাদেশ এবং উইন্ডিজ। তাঁরা অবশ্যই বিস্ময় জাগাতে পারে, সবাইকে অবাক করে দিতে পারে।
'উইকেট যেমনই হোক বা পরিস্থিতি যেমনই হোক এই দলগুলো বিস্ময় জাগাতে সক্ষম। আর তাঁরা অবশ্যই বিস্ময় জাগাবে।'
গত কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে টাইগারদের ধারাবাহিক পারফরমেন্সেই এমন মন্তব্য করেছেন শোয়েব। এছাড়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসেবে নিজ দেশ পাকিস্তানকে বিবেচনা করছেন তিনি।
যদিও সাম্প্রতিক পারফর্মেন্স সুখকর নয় পাকিস্তানের। টানা দশটি ওয়ানডে ম্যাচে হেরে (প্রস্তুতি ম্যাচ সহ ১১ টি) বিশ্বকাপ খেলতে নামছে পাকিস্তান। শোয়েবের পছন্দের বাকি তিনটি দল ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।