আগামী এশিয়া কাপের আসর বসবে পাকিস্তানে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের ঠিক মাস খানেক আগে অনুষ্ঠিত হবে এশি কাপ। আগামী এশিয়া কাপের আসরটি আয়জনের দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তানকে।
মঙ্গলবার সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে পাকিস্তানকে আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়। এর আগে ২০০৮ সালে ৫০ ওভারের এশিয়া কাপ আয়োজন করেছিল দেশটি।

২০২০ সালে এশিয়া কাপের ১৫তম আসর বসবে। একই বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় নিয়ম অনুযায়ী এশিয়া কাপও টি-টুয়েন্টি ফরম্যাটে হবে।
সিঙ্গাপুরের মিটিংয়ে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা উপস্থিত ছিলেন।
এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব কাঁধে পাওয়া দেশটির পক্ষে প্রতিনিধিত্ব করেন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি ও ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান।
২০০৯ সালে শ্রীলংকা দলের উপর সন্ত্রাসী হামলার পর ১০ বছর ধরে বড় দলগুলো পাকিস্তান সফরে যেতে রাজি হয় নি। মাঝে শ্রীলংকা, জিম্বাবুয়ে এবং বিশ্ব একাদশ পাকিস্তান সফরে গিয়ে দেশটির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে।
এমন অবস্থায় এশিয়া কাপের আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে দেশটি। তাই আগামী এশিয়া কাপ দিয়েই তাঁদের মাটিতে ক্রিকেটকে পুরোদমে ফিরিয়ে আনতে চায় পাকিস্তান।