promotional_ad

শেষ দশে বাংলাদেশের হালচাল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ডেথ ওভারে বাংলাদেশ দলের ব্যাটিং ও বোলিংয়ে ভিন্ন চিত্র পরীক্ষিত হয়। ব্যাটিংয়ে বিশ্বের সেরা দল গুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। বোলিং দিয়ে আবার ব্যাটিংয়ের কমতি পুছিয়ে দিয়ে আসছে মাশরাফিরা। ব্যাটিংয়ে শীর্ষে থাকা ইংল্যান্ড আবার বোলিংয়ে তলানিতে।


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে শেষ দশ ওভারের ম্যাচের ভাগ্য নির্ধারণ হওয়ার সম্ভাবনা প্রবল। শেষ দশ ওভারের সুবিধা নিতে মিডেল ওভারে (১০-৪০ ওভার) উইকেট জমা রাখার লক্ষ্য নিয়ে ব্যাট করে দল গুলো, যাতে দেশ দশ ওভারে চিন্তা মুক্ত অবস্থায় হাত চালাতে পারে। যার কারণে গত কয়েক বছরে শেষ ওভারে রান রেটে ক্রমাগত বাড়ছে।



promotional_ad

ব্যাটসম্যানদের জন্য ডেথের দশ ওভারে ওভারপ্রতি ১২-১৩ রানও অসম্ভব নয়। একই সাথে বোলারদের ওপর চাপ থাকে, রান রেট নাগালে রাখার, যে দলের বোলাররা বাড়ন্ত রান রেটে লাগাম টানতে সক্ষম, তাঁরাই ইতিবাচক ফলাফল পায়।


শেষ দশ ওভারে বোলিংয়ের মামলায় বাংলাদেশ বিশ্বের সেরা তিন দলের একটি। আফগানিস্তান, ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। ২০১৫ সালের পর ৪১-৫০ ওভারের মধ্যে বাংলাদেশ ওভার প্রতি ৬.৯৯ রান খরচা করেছে। ভারত ও আফগানরা যথাক্রমে  ৬.৮৬, ৬.২৫ রান খরচা করেছে। ডেথ ওভারের সেরা বোলারদের তালিকায় আছেন দুই বাংলাদেশি, সাকিব আল হাসান (৬.২৫ ইকনমি রেট) ও মুস্তাফিজুর রহমান (৫.৯১ ইকনমি রেট)।


তৃতীয়তে থাকা বাংলাদেশের পরেই অবস্থান দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড, সবাই ডেথ ওভারে ৭ থেকে সাড়ে ৭ রান খরচা করছে। তলানিতে থাকা উইন্ডিজ ও শ্রীলঙ্কার রান রেট ৮ ছাড়িয়ে গেছে গত চার বছরে।



ব্যাটিংয়ের দিক থেকে আবার ইংল্যান্ডের ধারেকাছে কেউ নেই। ডেথ ওভারে অবিশ্বাস্য ৮.৩৫ রান রেটে রান তুলে আসছে মরগানরা। অনেকটা পিছিয়ে থেকে দ্বিতীয় সেরা দক্ষিণ আফ্রিকার রান রেট ৭.৯৩। তৃতীয়তে থাকা নিউজিল্যান্ডের রান রেট ৭.৭৮। সাতের ঘরে রান রেট নিয়ে নিউজিল্যান্ডের পরেই অবস্থান অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের।


তলানিতে থাকা তিন দল উইন্ডিজ ৬.৯৫, বাংলাদেশ ৬.৬৯ ও শ্রীলঙ্কার রান রেট ৬.৫৭। স্বভাবতই ডেথ ওভারের সেরা ব্যাটসম্যানদের তালিকায় নেই কোনো বাংলাদেশি ব্যাটসম্যানদের নাম। রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, ফাফ ডু প্লেসিসরা ডেথ ওভারের সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball