promotional_ad

প্রতি ম্যাচই শেষ ম্যাচের মতনঃ সাব্বির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ব্যাটসম্যান সাব্বির রহমান শনিবার বলেছেন, প্রতিটি ম্যাচই তাঁর জন্য শেষ ম্যাচ এবং তিনি প্রতিটি ম্যাচেই নিজের সর্বোচ্চ দিয়ে পারফর্ম করতে চান।


ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে মোসাদ্দেক হোসেনের ম্যাচ জয়ী ফিফটি সাব্বির রহমানের জায়গা নড়বড়ে করে দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে কার্ডিফের প্রস্তুতি ম্যাচটিতে নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল, কিন্তু ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সাব্বিরের পথ আরও কঠিন হয়ে যায়। 



promotional_ad

'আমি সবসময় কঠিন ও চ্যালেঞ্জিং অবস্থায় থেকে খেলে এসেছি। এবারো ব্যতিক্রম নয়। বিশ্বকাপে আমি আমার ১০০% দিতে চাইব এবং আমার সেরা ক্রিকেট খেলতে চাইব। আমি সবসময় প্রতিটি ম্যাচকেই আমার শেষ ম্যাচ হিসেবে গণ্য করি। প্রতি ম্যাচেই সবটুকু দিয়ে ভালো করার চেষ্টা করি, যেন পরের ম্যাচে খেলার সুযোগ পাই।'


বিশ্বকাপের কঠিন চ্যালেঞ্জ নেয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছেন সাব্বির। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। কিউইদের বিপক্ষে সেঞ্চুরিটি সাব্বিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তবে নিউজিল্যান্ড সিরিজের পর আন্তর্জাতিক অঙ্গনে বড় ইনিংস খেলার সুযোগ পাচ্ছেন না সাব্বির। আয়ারল্যান্ডে উইকেটে সময় কাটানোর সুযোগ হয়নি তাঁর। 


'আমি অনুশীলনে বিশ্বাস করি। অনুশীলনে ভালো করলে আত্মবিশ্বাস বাড়ে। অনুশীলনে ভালো করলে ম্যাচেও ভালো করব। আমি ম্যাচ খেলতে পারছি না। আমার আত্মবিশ্বাস অনুশীলন থেকেই বাড়াতে হবে।'



২০১৯ বিশ্বকাপ সাব্বিরের ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ হতে যাচ্ছে। গত বিশ্বকাপে লোয়ার অর্ডারে বেশি কিছু ক্যামিও ইনিংস খেলেছিলেন তিনি। তবে এবারের সাব্বির আরও শাণিত ও পরিনত। 


'২০১৫ বিশ্বকাপের সাথে যথেষ্ট আবেগ জড়িত ছিল, আমার প্রথম বিশ্বকাপ ছিল। এবার আমি যথেষ্ট পরিনত। আমি কয়েক বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball