আন্ডারডগ হয়ে নামুক বাংলাদেশ, চাওয়া রোডসের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অন্যান্য দলগুলোর তুলনায় একটু পিছিয়ে থেকেই বিশ্বকাপ মিশন শুরু করতে চান জাতীয় দলের হেড কোচ স্টিভ রোডস। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।
যদিও আন্তর্জাতিক ওয়ানডেতে ক্রিকেটে বড় দলকে হারিয়ে দেওয়া এখন আর কঠিন কিছু নয় বাংলাদেশের জন্য। তারপরেও চাপ সামলে নিয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে প্রতিপক্ষকে চমকে দিতে চান রোডস।

'আমরা একটু পিছিয়ে থেকেই শুরু করতে চাই। আন্ডারডগ হয়ে মাঠে নামার মজাই অন্যরকম। তাহলে আমরা বড় দলগুলোকে চমকে দিতে পারব।
'সবাই বাংলাদেশকে নিয়ে বলবে, ' ওরা কিভাবে বড় দলকে হারিয়ে দিচ্ছে'। আমরা যদি পথ না হারাই তাহলে আমরা চমকে দিতে পারব তাঁদের। আমাদের ভালোভাবে চাপ সামলানো উচিত।', জানিয়েছেন রোডস।
ড্রেসিং রুমের আত্মবিশ্বাস স্বস্তি দিচ্ছে রোডসকে। সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জেতার পর থেকে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। রোডস জানান,
'আমাদের ড্রেসিং রুম বেশ আত্মবিশ্বাসী। তবে আমরা জানি, আমাদের বেশ ভালো কয়েকটি দলের বিপক্ষে খেলতে হবে। প্রতিপক্ষকে আমরা সম্মান করি, তবে ভয় পাই না।'