বৃষ্টিতে ভেসে গেল উইন্ডিজ-আফ্রিকার ম্যাচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রবিবার দিন বৃষ্টির কারণে ভেসে গিয়েছে বিশ্বকাপ পূর্ববর্তী দুটি প্রস্তুতি ম্যাচ। ব্রিস্টলে দক্ষিণ আফ্রিকা বনাম উইন্ডিজের ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে কার্ডিফের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মতো।
টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল উইন্ডিজ। ম্যাচে বৃষ্টি হানা দিলে দুই দলের জন্যই সমান ৩১ ওভার করে খেলানোর সিদ্ধান্ত নেয় আম্পায়াররা।

কিন্তু শেষরক্ষা হয়নি। বৃষ্টির কারণে ম্যাচটি পন্ড হয়েছে। ১২.৪ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। উইকেটশুন্য অবস্থায় ৯৫ রান করেছিল তাঁরা।
এদিনে ফিফটি পেয়েছেন দলের অভিজ্ঞ ওপেনার হাশিম আমলা (৫১*)। ৩৭ রানে তাঁর সঙ্গী ছিলেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।
এদিকে কার্ডিফে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটিও ভেসে গিয়েছে। বৃষ্টির কারণে টসই হয়নি ম্যাচটির। আগামী ২৮ মে একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।