promotional_ad

মিরাজের সঙ্গে সুর মেলালেন মোসাদ্দেক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপের শুরুর দিকে তুলনামূলক কম সুবিধা পাবেন স্পিনাররা। ইংলিশ কন্ডিশনে বল তেমন টার্ন করবে না। এমন অবস্থায় রান আটকানোই চ্যালেঞ্জ হবে স্পিনারদের জন্য। এক্ষেত্রে মেহেদি হাসান মিরাজের সঙ্গে একমত মোসাদ্দেক হোসেন।


দুই স্পিন অলরাউন্ডারই চান রান আটকে রেখে প্রতিপক্ষকে চাপে ফেলতে। রবিবার কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর গণমাধ্যমের সামনে মোসাদ্দেক জানান,



promotional_ad

'এই কন্ডিশনে বল করাটা কঠিন। স্পিনারদের জন্য আরও কঠিন। যেহেতু কোনো টার্ন নেই, সুন্দর বাউন্সে বল যায়। এটা শুধু আমাদের জন্য নয়, সব দলের স্পিনারদের জন্যই কঠিন হবে। ব্যাটসম্যানকে যেভাবে আটকে রাখা যায় আমি সেটাই করব, যত কম রান দেয়া যায় সেই চেষ্টা থাকবে।'


এর আগে গত শনিবার গণমাধ্যমের সামনে একই কথা বলেছিলেন মিরাজও। রান আটকে রাখাই মূলমন্ত্র তাঁর। মিতব্যয়ী বোলিং করার ব্যাপারে মিরাজের বক্তব্য ছিল, 


'এই কন্ডিশনে স্পিনারদের উইকেট নেয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রান কম দেয়া। স্পিনার হিসেবে আমার মনে হয় দলের বাকি বোলারদের সহায়তা করতে হবে। 



'আমি যদি রান চেক দিতে পারি তাহলে অপরপ্রান্ত থেকে উইকেট বের হয়ে আসবে। আমার লক্ষ্য থাকবে এটাই যে রান কম দেয়ার বোলিং করা। যত কম রান দেয়া যায়।'
 
তবে বিশ্বকাপের শেষের দিকে উইকেটগুলোতে ফাটল দেখা দিবে প্রচুর। সেক্ষেত্রে স্পিনাররাও উইকেটের সুবিধা নিয়ে ভালো বোলিং করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball