promotional_ad

ভারতের দিকে তাকিয়ে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কার্ডিফে বৃষ্টির কারণে ভেসে গেল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচ। এবার নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মোকাবেলা করার প্রহর গুনছে বাংলাদেশ দল। 


আগামী ২৮ই মে একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচে জিতেই বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করতে চায় টাইগাররা। রবিবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দলের স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন জানান,



promotional_ad

'বিষয়টি অনেক হতাশাজনক। আমরা প্রস্তুত ছিলাম ম্যাচ খেলার জন্য। বৃষ্টির উপরে কারো হাত নেই, এটা সবাই জানে। এজন্যই হল না। হলে আমাদের জন্য ভালো হতো। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং আমরা একটি ভালো সিরিজ শেষ করে এসেছি। 


'আমি মনে করি, একটা ম্যাচ বৃষ্টির জন্য হয়নি এতে এতো হতাশ হওয়ার কিছু নেই। সামনে আমাদের ভারতের সাথে একটি ম্যাচ আছে। ওই ম্যাচে আমরা পুরোপুরি প্রস্তুতি নিব বিশ্বকাপের জন্য।'  


ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং করার তেমন সুযোগ মেলেনি সাব্বির রহমানের। তাই প্রস্তুতি ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন তিনি। প্রস্তুতি ম্যাচে না খেলার হতাশা আছে সাব্বিরেরও। ভারতের দিকে তাকিয়ে আছেন তিনিও। 



'আসলে প্রস্তুতি ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ত্রিদেশীয় সিরিজে আমি ব্যাটিং করতে পারি নি। কারণ টপ অর্ডার ভালো খেলছে, একটা সুযোগ পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। প্রস্তুতি ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। 


'দ্বিতীয় ম্যাচটিও গুরুত্বপূর্ণ খেলতে না পারা আমাদের জন্য হতাশার। আমাদের দল খুব ভালো অবস্থায় আছে এবং আমিও ভালো অবস্থায় আছি। অনুশীলন করতে পারছি, আবহাওয়ার সাথে মানিয়ে নিতে চেষ্টা করছি। একই উইকেটে আমরা আয়ারল্যান্ডে খেলে এসেছি। দেখা যাক কি হয় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। দ্বিতীয় ম্যাচের দিকে চেয়ে আছি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball