promotional_ad

টি-টুয়েন্টি লীগ আয়োজন করবে যুক্তরাষ্ট্র

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২১ সালের মধ্যে নিজেদের টি-টুয়েন্টি লীগ আয়োজন করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। মাত্র ছয় মাস হল আইসিসির সদস্যপদ ফিরে পেয়েছে দেশটি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বড় কদম ফেলে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। 


উইলো টিভি ও টাইমস অব ইন্ডিয়া কোম্পানির সাথে এক বিলিয়ন ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। অবকাঠামোর উন্নয়ন, একাডেমী গঠন ও পেশাদার টি-টুয়েন্টি লীগ আয়োজনের লক্ষ্য মাথায় নিয়ে এই চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। 



promotional_ad

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড গত নভেম্বরে এমন প্রস্তাব দিয়েছিল, চুক্তির যুদ্ধে অন্যান্য কোম্পানিকে পেছনে ফেলেছে টাইমস অব ইন্ডিয়া ও উইলো টিভি, যারা মূলত আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান। 


টাইমস অব ইন্ডিয়ার সাতইয়ান গাজওয়াজি বলেছেন, 'ক্রিকেট এমন একটা খেলা, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় খেলা। কিন্তু ক্রিকেট পেশাদার স্পোর্টসের বাজারে ছোট পরিসরে অবস্থান করছে। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। 


'যুক্তরাষ্ট্রে ক্রিকেটের চেতনা ও উত্তেজনার কমতি নেই। সারা দুনিয়ায় ক্রিকেট উপভোগ করে আসছে দর্শকরা। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন করতে এবং যুক্তরাষ্ট্রে বিশ্বমানের ক্রিকেট আয়জন করতে বদ্ধপরিকর আমরা।'



যুক্তরাষ্ট্র গত জানুয়ারিতে আইসিসির সহযোগী সদস্য দেশে পরিনত হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র দল গত মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওয়ার্ল্ড ক্রিকেট লীগের দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করেছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য দ্রুত ওয়ানডে স্ট্যাটাস অর্জন করে ধাপে ধাপে এগিয়ে যাওয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball