স্টোকসের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হলেও ইংল্যান্ডকে সতর্ক করেছেন দলটির অলরাউন্ডার বেন স্টোকস। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর দল ইংল্যান্ড। কিন্তু স্টোকস মনে করেন, বিশ্বকাপে কোন ছোট ভুলও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
এখন পর্যন্ত একটি বিশ্বকাপও ঘরে তোলা হয়নি ইংল্যান্ডে, সুযোগ রয়েছে আসন্ন আসরে। ঘরের মাঠে বিশ্বকাপ, সাথে শক্তিশালী দল সব মিলিয়ে এবারের আসরের অন্যতম শিরোপার দাবিদার ইংল্যান্ড।

এর জন্য প্রতিটি ম্যাচেই সর্বোচ্চ ক্রিকেটটা খেলতে হবে দলকে। সামান্য ভুলই পরবর্তী ধাপে যেতে বাধা হয়ে দাঁড়াতে পারে। শুধুমাত্র জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামুক সতীর্থরা, চাইছেন স্টোকস।
'পুরো জাতি একটি নির্দিষ্ট সময়ে একত্রিত হবে এবং যে দলই ভালো পারফর্ম করবে তারাই শিরোপা উঁচিয়ে ধরতে সক্ষম হবে। আপনি ঐ দলের সদস্য হতে চাইবেন। এটা কোন সিরিজ নয় যেখানে আপনি ৩-২ ব্যবধানে জিতবেন। আপনাকে নিশ্চিত করতে হবে প্রতিদিনই আপনি সেরা দল এবং আমি মনে করি যারা সেরা তারাই এটা করতে সক্ষম হবে।
'অস্ট্রেলিয়ার দিকে তাকান, যখন তারা ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ সালে টানা তিনটি শিরোপা জিতেছিল তারা ছিল অবিশ্বাস্য একটি দল। তারা বিশ্বকাপ জিতেছে কারণ তারা সেরা দল ছিল।'
আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড।