promotional_ad

বিশ্বকাপে পরিবার নিতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপ চলাকালীন সময় স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখতে পারবেন না পাকিস্তান দলের ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বিষয়টি ক্রিকেটারদের সাফ জানিয়ে দেয়া হয়েছে।


শুধু মাত্র ব্যাটসম্যান হারিস সোহেলকে বিশেষভাবে অনুমতি দেয়া হয়েছে স্ত্রী-সন্তান সঙ্গে রাখার। এই ব্যাপারে শুধু তাঁকেই কেন সম্মতি দেয়া হয়েছে সেটা নিয়ে পিসিবি এখনও কিছু জানায় নি।



promotional_ad

তবে কোনো খেলোয়াড় যদি তার পরিবারের সদস্যদের ইংল্যান্ডে রাখতে চায়, সেক্ষেত্রে সব ব্যবস্থা সেই নির্দিষ্ট খেলোয়াড়কেই করতে হবে। এমনকি দলের সঙ্গে যাতায়াত কিংবা এক হোটেলে থাকার বিষয়েও দায়িত্ব নিবে না বোর্ড।
 
সবই ঠিক করতে হবে নির্দিষ্ট খেলোয়াড়দের। যেকারণে এখন বিপাকে পড়েছেন সরফরাজ-মালিকরা। এমন অবস্থায় ক্রিকেটাররা কি করবেন সেই ব্যাপারে তাঁরা এখনও কোন মন্তব্য করেন নি। 


ধারণা করা হচ্ছে, পুরো বিশ্বকাপজুড়ে খেলোয়াড়দের ক্রিকেটের প্রতি মনোযোগী রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পরিবারের উপস্থিতি খেলোয়াড়দের স্বাভাবিক রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে বলে ধারণা তাঁদের। 


৩০শে মে বিশ্বকাপের পর্দা ওঠার পরের দিন উইন্ডিজদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। তার আগে ২৪ মে (শুক্রবার) আফগানিস্তান ও ২৬ মে বাংলাদেশের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে সরফরাজ আহমেদের দল।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball