বিশ্বকাপে পরিবার নিতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ চলাকালীন সময় স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখতে পারবেন না পাকিস্তান দলের ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বিষয়টি ক্রিকেটারদের সাফ জানিয়ে দেয়া হয়েছে।
শুধু মাত্র ব্যাটসম্যান হারিস সোহেলকে বিশেষভাবে অনুমতি দেয়া হয়েছে স্ত্রী-সন্তান সঙ্গে রাখার। এই ব্যাপারে শুধু তাঁকেই কেন সম্মতি দেয়া হয়েছে সেটা নিয়ে পিসিবি এখনও কিছু জানায় নি।

তবে কোনো খেলোয়াড় যদি তার পরিবারের সদস্যদের ইংল্যান্ডে রাখতে চায়, সেক্ষেত্রে সব ব্যবস্থা সেই নির্দিষ্ট খেলোয়াড়কেই করতে হবে। এমনকি দলের সঙ্গে যাতায়াত কিংবা এক হোটেলে থাকার বিষয়েও দায়িত্ব নিবে না বোর্ড।
সবই ঠিক করতে হবে নির্দিষ্ট খেলোয়াড়দের। যেকারণে এখন বিপাকে পড়েছেন সরফরাজ-মালিকরা। এমন অবস্থায় ক্রিকেটাররা কি করবেন সেই ব্যাপারে তাঁরা এখনও কোন মন্তব্য করেন নি।
ধারণা করা হচ্ছে, পুরো বিশ্বকাপজুড়ে খেলোয়াড়দের ক্রিকেটের প্রতি মনোযোগী রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পরিবারের উপস্থিতি খেলোয়াড়দের স্বাভাবিক রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে বলে ধারণা তাঁদের।
৩০শে মে বিশ্বকাপের পর্দা ওঠার পরের দিন উইন্ডিজদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। তার আগে ২৪ মে (শুক্রবার) আফগানিস্তান ও ২৬ মে বাংলাদেশের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে সরফরাজ আহমেদের দল।