promotional_ad

বড় দল গুলোকে সাকিবের মৃদু হুমকি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপের আগে বড় দল গুলোকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড ও ভারত কাগজে কলমে ফেভারিট হলেও ভারত ও ইংল্যান্ডকে এখনই শিরোপার দাবীদার মানছেন না সাকিব।


নিজেদের দিনে যে কোনো দলকে যে কাউকে হারিয়ে দিতে পারে, বিশ্বাস করেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব। 'ভারত-ইংল্যান্ড অবশ্যই ফেভারিট, কিন্তু ফেভারিট হলেও শিরোপা পাওয়া যায় না। শিরোপা জিততে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে।  অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে ভালো করছে। ওয়েস্ট ইন্ডিজ ভালো সময়ে ছন্দ খুঁজে পেয়েছে। সত্যি কথা বলতে, সব দলই লড়াই এর জন্য প্রস্তুত। বিষয়টি নির্ভর করবে কোন দিন কে কেমন খেলে, তার ওপর।'



promotional_ad

সম্প্রতি আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব। ব্যাটে বলে আয়ারল্যান্ড ও উইন্ডিজদের বিপক্ষে দাপুটে পারফর্মেন্স দিয়েছেন। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।  


'এবার আমাদের ভালো সুযোগ আছে শিরোপা জয় করার। কিন্তু বিশ্বকাপের ফরম্যাট চিন্তা করলে আমাদের যথেষ্ট ধারাবাহিক পারফর্মেন্স দিতে হবে। আমরা যদি ধারাবাহিক থাকতে পারে, আমরা অবশ্যই নক আউট পর্বে যেতে পারব এবং সেখান থেকে আরও সামনে অগ্রসর হতে পারব। আমি নিশ্চিত আমরা এবার ভালো করব। ব্যক্তিগতভাবে আমি মনে করি, বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে। তবে অনেক কিছু আমাদের পক্ষে যেতে হবে।'


বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে যথেষ্ট ধারাবাহিক পারফর্মেন্স দিয়ে আসলে সাকিবকে ভাবাচ্ছে বাংলাদেশের বোলিং আক্রমণ। তবে দলের অভিজ্ঞ ক্রিকেটাররা চাপের মুখে দায়িত্বশীল পারফর্মেন্স দিতে পারলে ভালো ফলাফল সম্ভব।



'আমি মনে করি আমাদের দলটা ভালো। আমি বোলিং নিয়ে একটু চিন্তিত, ইনিংসের শুরু ও শেষের বোলিংয়ে। তবে আমি আত্মবিশ্বাসী আমরা ভালো করব। আমাদের দলে যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমরা জানি আমাদের কি করতে হবে। আমি আত্মবিশ্বাসী। যে কেউই নিজেদের দিনে জয় পেতে পারে। ধারাবাহিকতা বড় বিষয় হবে এবারের বিশ্বকাপে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball