promotional_ad

রুবেলের এক স্পেল বদলে দিয়েছে ইংলিশ ক্রিকেট!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর নায়ক ছিলেন ফাস্ট বোলার রুবেল হোসেন।৯.৩ ওভারে ৫৩ রান খরচায় ৪ উইকেট শিকার করে ইংলিশদের ভূপাতিত করেন এই ফাস্ট বোলার।


প্রথম স্পেলে এসে উইকেটে জমে যাওয়া ইয়ান বেল ও অধিনায়ক ইয়ন মরগানকে আউট করেন তিনি। ডেথ ওভারে এসে ফের জোড়া আঘাত হানেন তিনি, আউট করেন, স্টুয়ার্ট ব্রড ও জিমি অ্যান্ডারসনকে সরাসরি বোল্ড করে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তিনি। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানের হারে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড। 



promotional_ad

বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার লজ্জা ইংলিশ ক্রিকেটে আমুল পরিবর্তন আনে। ওয়ানডে ও টি-টুয়েন্টির সাফল্যকে বাড়তি গুরুত্ব দেয়া হয়,  মানসিকতার পরিবর্তন থেকে শুরু করে সাদা বলের ক্রিকেটে বিশেষজ্ঞদের সুযোগ করে দেয় নির্বাচকরা। যার ফলাফল হাতেনাতে পেয়েছে ইংল্যান্ড। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়ার পর ২০১৯ বিশ্বকাপে হট ফেভারিট হয়ে খেলতে নামছে ইংল্যান্ড।


সাবেক ইংল্যান্ড ক্রিকেট মার্ক বুচার মনে করেন, ইংল্যান্ড অ্যাডিলেডের সেই ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলে ইংলিশ ক্রিকেটে এই আমুল পরিবর্তন আসত না।


'ইংল্যান্ড সহজেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারত। তবে নক আউটে যার সাথেই দেখা হত, ইংল্যান্ডকে হারতেই হত। আর ইংল্যান্ডের জন্য হয়তো পরিবর্তন হত না,' ক্রিকইনফোকে বলেছেন মার্ক বুচার। 



ইংল্যান্ডের জন্য বাংলাদেশের কাছে হার যেমন ইতিবাচক ফল বয়ে এনেছে, ঠিক তেমনি ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের জয়ও বড় মঞ্চে পারফর্ম করার আত্মবিশ্বাস দিয়েছে। ২০১৫ সালের বিশ্বকাপের পর বাংলাদেশ দলের পারফর্মেন্সেও ধাপে ধাপে উন্নতি এসেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball