ভিন্ন অনুভূতির স্বাদ পেলেন মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অপরাজিত থেকে উইন্ডিজদের ফাইনালে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ দল। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি অধিনায়কের কাছে তাই খানিকটা অন্যরকম।
এদিন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জেসন হোল্ডারদের দলকে বৃষ্টি আঈনে ৫ উইকেটে হারায় টাইগাররা। শিরোপা ঘরে তোলার দিন ফিফটি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেছেন সৌম্য সরকার এবং মোসাদ্দেক হোসেন।

জয়ের এই ধারাবাহিকতাটা ধরে রাখাটা বিশ্বকাপের জন্যও গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। অধিনায়ক মাশরাফি জানালেন, অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁর অনুভূতির কথা। তাঁর ভাষায়,
'হ্যাঁ অবশ্যই। আয়ারল্যান্ড সুন্দর দেশ, ক্রিকেট খেলার জন্য। যদি আপনি জয় পেতে থাকেন তখন তো ভালোই লাগে। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছি, সবসময় ভালো অনুভূতির।'
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছে উইন্ডিজ। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ২৪ ওভারে ২১০ রানের।
জবাবে সৌম্যের উড়ন্ত সূচনা ও মোসাদ্দেকের অসাধারণ ফিনিশিংয়ে সাত বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।