promotional_ad

পাওয়ার আছে অনেক কিছু

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২১০ রানে তাড়া করে জিততে হবে ২৪ ওভারে। বড় স্কোর তাড়া করার ক্ষেত্রে বাংলাদেশের দুর্বলতা নতুন নয়। তার ওপর ফাইনালের চাপ। দলে নেই গত তিন ম্যাচের ধারাবাহিক পারফর্মার সাকিব আল হাসান। সব সমীকরণ বিবেচনায় আনলে বাংলাদেশের জন্য উইন্ডিজদের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারানো সহজ ছিল না।


কিন্তু সৌম্য সরকার, তামিম ইকবালের পর মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুনদের পর মোসাদ্দেক হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ সব নেতিবাচক সমীকরণকে পাশ কাটিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন ৫ উইকেটের দাপুটে জয়।



promotional_ad

একের পর এক ফাইনাল হারের পর অবশেষে ফাইনাল জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। একই সাথে পেয়েছে বড় স্কোর তাড়া করার আত্মবিশ্বাস। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে নিয়মিত ৩০০ ছাড়ানো স্কোর তাড়া করতে হবে। বিশ্বকাপে বাড়তি রান রেটে রান তোলার ড্রেস রিহার্সাল ত্রিদেশীয় সিরিজের ফাইনাল দিয়েই হয়ে গেল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এক ফাইনাল জয়কে বহু অর্জনের ফাইনাল হিসেবে দেখছেন।  


‘বিশ্বকাপে আরও কঠিন চ্যালেঞ্জ হবে। সবার জন্যই অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিশ্বকাপে। তবে আজকের ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে, বড় স্কোর তাড়া করার ক্ষেত্রে,’ ম্যাচ শেষে বলেছেন অধিনায়ক মাশরাফি।


ফাইনালের লড়াই এর আগে সাকিব আল হাসানের খেলা না খেলা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে। আইরিশদের বিপক্ষে সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ফাইনালে সাকিবকে খেলানোর ঝুঁকি নেয়নি বাংলাদেশ। সাকিব বিহীন বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় করেছে, বিষয়টি টিম ম্যানেজমেন্টকে বাড়তি সন্তুষ্ট করবে।



টপ অর্ডারে সৌম্য সরকারের ধারাবাহিক পারফর্মেন্সের সাথে লোয়ার অর্ডারে মোসাদ্দেকের ফিনিশিং টাচ বিশ্বকাপের আগে বাংলাদেশকে ইতিবাচক অবস্থানে রাখবে। দলীয় প্রচেষ্টায় শিরোপা জয়ও কাপ্তানকে তুষ্ট করেছে।


‘আমি মনে করি দলীয় প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। উইকেট খুবই ভালো ছিল। যখন বোলিং করেছি তখনই বুঝেছি এই উইকেট ব্যাটসম্যানদের পক্ষে কথা বলবে। তামিম ও সৌম্য খুবই ভালো সূচনা এনে দিয়েছিল। ওরাই জয়ের ভিত গড়ে দিয়েছে। মুশফিক মাঝে ভালো ব্যাট করেছে। মোসাদ্দেক-রিয়াদ শেষটা ভালো করেছে।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball