promotional_ad

শিরোপা জয়ের ধারা বজায় থাকুক, মাশরাফির চাওয়া

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজদের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারিয়ে প্রথমবারের মতন শিরোপা জয় করল বাংলাদেশ দল। এর আগে ছয়বার শিরোপা জয়ের খুব কাছে এসে হারার তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলেছে বাংলাদেশ।


আয়ারল্যান্ডের ঠাণ্ডায় শিরোপা জয়ের উষ্ণ অনুভূতি উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকেই তাকাতে চান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এখান থেকেই শুরু হোক শিরোপা জয়ের ধারা।


‘হ্যাঁ অবশ্যই। দারুণ অনুভূতি। এখান থেকে শুরু হয়েছে। আশা করি এই ধারা বজায় থাকবে। আমরা দীর্ঘদিন শিরোপা জয় করি নি। ছয়বার সুযোগ পেয়েছি, সপ্তমবার এসে সফল হয়েছি।‘



promotional_ad

বাংলাদেশ দলের জন্য অবশ্য কাজটা সহজ ছিল না। মালাহাইডে আগে ব্যাট করা উইন্ডিজরা উড়ন্ত সূচনা পাওয়ার পর বৃষ্টি বাঁধার ম্যাচ কার্টেল ওভারে গড়ায়। উইন্ডিজদের ইনিংসের ২৪ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২১০ রান। ফাইনালের মতন বড় ম্যাচে লক্ষ্যটা বাংলাদেশের নাগালের বাইরেই ছিল।


টপ অর্ডার ব্যাটসম্যানদের টি-টুয়েন্টি মেজাজে খেলে শক্ত ভিত তৈরি করে দেয়া আবশ্যক ছিল। সৌম্য সরকার ও তামিম ইকবালের ব্যাটে সেই ভিত পেয়ে যায় বাংলাদেশ। ৫.৩ ওভারে ৫৯ রান যোগ করে বিচ্ছিন্ন হয় তামিম-সৌম্যর জুটি। ১৩ বলে ১৮ রান করে ফিরতে হয় তামিমকে। তবে ছন্দ ছিলেন সৌম্য। মাঝের এক ম্যাচ বিশ্রামে থাকলেও ছন্দ হারান নি তিনি।


তাঁর ৪১ বলে ৬৬ রানের আগ্রাসী ইনিংসটি উইন্ডিজ বোলারদের শুরু থেকেই ব্যাকফুটে ফেলে দেয়। সেই সুযোগ নিয়েছেন মুশফিক, মিঠুনরা। সৌম্য বিদায় নিলেও রান রেট নাগালে রেখেছে মিডেল অর্ডার ব্যাটসম্যানরা। আর শেষটা করেছেন মোসাদ্দেক ও মাহমুদুল্লাহ। বাড়ন্ত রান রেটকে লাগামছাড়া হতে দেন নি মোসাদ্দেক। এক প্রান্ত আগলে রেখে সিঙ্গেল নিয়ে খেলে গেছেন মাহমুদুল্লাহ। কিন্তু স্ট্রাইক প্রান্তে মোসাদ্দেক ছিলেন ভিন্ন  মেজাজে। ফ্যাবিয়ান অ্যালেনের এক ওভারে তিন ছক্কা ও এক চার হাঁকিয়ে ম্যাচ বাংলাদেশের নাগালে নিয়ে আসেন তিনি। সেখান থেকে ইনিংসের ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রিয়াদ-মোসাদ্দেক।


দলের ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টাকে বাহবা দিচ্ছেন কাপ্তান মাশরাফিও। তাঁর ভাষায়, ‘আমি মনে করি দলীয় প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। উইকেট খুবই ভালো ছিল।



‘যখন বোলিং করেছি তখনই বুঝেছি এই উইকেট ব্যাটসম্যানদের পক্ষে কথা বলবে। তামিম ও সৌম্য খুবই ভালো সূচনা এনে দিয়েছিল। ওরাই জয়ের ভিত গড়ে দিয়েছে। মুশফিক মাঝে ভালো ব্যাট করেছে। মোসাদ্দেক-রিয়াদ শেষটা ভালো করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball