promotional_ad

বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে এগিয়ে থাকবে মাশরাফিরাঃ রমিজ রাজা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপে বড় কিছু করে দেখানোর সামর্থ্য আছে বাংলাদেশ দলের। নিজেদের দিনে যে কোন দলকেই হারিয়ে দেয়ার ক্ষমতা রাখে টাইগাররা। এমনকি বিশ্বকাপে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচে মাশরাফিদেরকেই এগিয়ে রাখছেন ধারাভাষ্যকার রমিজ রাজা। 


এখন পর্যন্ত বিশ্বকাপে এক বার দেখা হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের। সেই একবারের দেখাতেই ১৯৯৯ সালে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল টাইগাররা। এবার ২০ বছর পর বিশ্বকাপে দ্বিতীয়বারের মত মুখোমুখি হতে যাচ্ছেন তাঁরা।



promotional_ad

এছাড়া এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে মাশরাফিরা এবং ২০১৫ সালে তাঁদেরকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার স্মৃতি রয়েছে বাংলাদেশের। আর এসবই বিশ্বকাপে বাংলাদেশকে অনুপ্রেরণা দিবে। যেকারণে বিশ্বকাপে পাকিস্তানকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন রমিজ। তাঁর ভাষায়, 


'মুখোমুখি দেখায় বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে আছে। বিশ্বকাপে তাঁদের মধ্যে মাত্র দেখা হয়েছে একবার সেটা ১৯৯৯ সালের বিশ্বকাপে। ম্যাচটা অনেক জনপ্রিয় ছিল কারণ পাকিস্তান সেই ম্যাচে হেরে গিয়েছিল আর পাকিস্তানের দলটাও অনেক শক্তিশালী ছিল।


সম্প্রতি এশিয়া কাপেও পাকিস্তানকে হারিয়েছে তাঁরা আর ঘরের মাঠে ৩-০তে হওয়াইট ওয়াশ করেছিল তাঁরা। পাকিস্তানের বিপক্ষে আসলেই ভালো খেলে তাঁরা।  তাই পাকিস্তানকে সাবধান থাকতে হবে। কাগজে কলমে বাংলাদেশ বেশী শক্ত না হলেও নিজেদের দিনে যে কাওকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ। যেকোন কিছু করার ক্ষমতা রাখেন তাঁরা। 



জুলাইয়ের পাঁচ তারিখ লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। দুই দলেরই শেষ খেলা বিশ্বকাপের এটি। তাই সমীকরণ এমনও হতে পারে তাঁদের দুজনকেই জিততে হবে এই ম্যাচে। তাই বিশ্বকাপ এবং সম্প্রতি সময়ের পারফর্মেন্স বিবেচনা করলে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ।  


বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই দলেরই হবে এটি শেষ ম্যাচ। ৫ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball