বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে বৃষ্টির হানা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
উইন্ডিজঃ ১৩১/০ (২০.১ ওভার)
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।
বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচঃ
২০.১ ওভারের সময় বৃষ্টি হানা দেয় বাংলাদেশ উইন্ডিজ ম্যাচে। উইন্ডিজের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৩১ রান।

হোপের অর্ধশতকঃ
ওপেনিংয়ে নেমে দেখেশুনে খেলে মাত্র ৫০ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন ক্যারিবিয়ান ওপেনার শাই হোপ।
দলীয় শতকে উইন্ডিজঃ
মাত্র ১৭.৫ ওভারেই কোনো উইকেট না হারিয়ে দলীয় শতকে পৌঁছে যায় উইন্ডিজ। হোপ ৫৬ ও অ্যামব্রিস ৪৭ রান করে অপরাজিত আছেন।
উইকেটের খোঁজে বাংলাদেশঃ
পাওয়ার প্লে'র ১০ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় কোনো উইকেট না হারিয়ে ৫০ রান। ফলে উইকেটের খোঁজে রয়েছে টাইগাররা।
উইন্ডিজের দারুণ শুরুঃ
আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার সুনীল অ্যামব্রিস ও শাই হোপের ব্যাটে দারুণ শুরু পায় উইন্ডিজ।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
উইন্ডিজ একাদশঃ শাই হোপ (উইকেটরক্ষক), সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, জোনাথান কার্টার, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান
অ্যালেন, রেইমন রেইফার, অ্যাশলে নার্স, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ।