promotional_ad

সপ্তম ফাইনালে ভাগ্য বদলাবে বাংলাদেশের?

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথমবারের মত শিরোপা জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তাও দেশের মাটিতে নয় বরং সুযোগ এসেছে বিদেশের মাটিতে। এই সুযোগ হাতছাড়া মোটেও করতে চায় না টাইগাররা। কিন্তু বড় পর্যায় বা ভালো অবস্থানে এসে ম্যাচ ফসকে দেয়ার অভ্যাসটা পুরনো মাশরাফি বাহিনীর।


এখন পর্যন্ত ৬ বার ফাইনালে উঠে শিরোপা জয় করতে পারে নি টাইগাররা। শিরোপার খুব কাছে গিয়েও ফিরে আসার কারণে ফাইনালের মঞ্চে আত্মবিশ্বাসের খানিকটা ঘাটতি রয়েছে লাল-সবুজের দলটির। তবে সপ্তমবারে ভাগ্য বদলের জন্যই এখন মরিয়া হয়ে আছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।


সেই লক্ষ্যেই আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা সাকিব আল হাসানের ইনজুরি।



promotional_ad

আয়ারল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পরার কারণে এই ম্যাচে তাঁর মাঠে নামা অনেকটাই অনিশ্চিত। তবে মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন, ফাইনালে সাকিবের খেলার বিষয়টি ছেড়ে দেয়া হয়েছে তাঁর উপরেই। কিন্তু সূত্র থেকে জানা গিয়েছে ফাইনালে সাকিবের খেলা প্রায় অনিশ্চিত। যেকারণে একাদশে তাঁর পজিশনে দায়িত্ব সামাল দিবেন সৌম্য সরকার।


গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে ২ ম্যাচের ২টিতেই হেরেছে উইন্ডিজরা। তাই ফাইনালে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না জেসন হোল্ডারের দল। আর বিশ্বকাপের আগে ফাইনালে এই জয় তাঁদেরকে বাড়তি আত্মবিশ্বাস দিবে।


এছাড়া দলের ব্যাটিং লাইন আপ বেশ ছন্দে আছে। চলতি সিরিজে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি হাঁকানো শাই হোপের উপরেই আস্থা রাখছেন অধিনায়ক হোল্ডার। আর বোলিং অ্যাটাকের কাছে বাড়তি কিছু আশা করছেন তিনি।


তাই শিরোপা জিততে হলে বাংলাদেশকে কঠিন পরীক্ষা পাড়ি দিতে হবে আজকে। তবে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা বেশ ছন্দে থাকায় স্বস্তিতে আছেন মাশরাফি বিন মর্তুজা। তাই তো ফাইনালে সাকিবের থাকা না থাকা কোন ফ্যাক্টর হবে না বলে মনে করছেন তিনি। 



'সাকিবের থাকা না থাকাই ম্যাচের ডিসাইডিং ফ্যাক্টর, অধিনায়ক হিসেবে সেটা আমি মনে করি না। সাকিব কত গুরুত্বপূর্ণ বা কত বড় ক্রিকেটার, সেটা আমার মুখ থেকে শুনতে হবে না। সাকিব বাংলাদেশের জন্য কী করে বা কত বড় ক্রিকেটার, সবাই জানে। সাকিব যদি না খেলতে পারে, ওকে মিস করা আমাদের জন্য ভালো খবর অবশ্যই নয়।'


ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশঃ সুনিল আমব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, জনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলি নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল


বাংলাদেশ সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস/সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক),মোহাম্মদ মিঠুন/মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ/ আবু জায়েদ রাহি, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball