রান বন্যার বিশ্বকাপের ইঙ্গিত হোয়াটমোরের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে বড় স্কোরের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। তাঁর বিশ্বাস, চিরাচরিত ব্যাটিং উইকেটেই খেলা হবে ইংল্যান্ড বিশ্বকাপ।
অস্ট্রেলিয়ান এই কোচ জানিয়েছেন টি-টুয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের কারণে এখন বড় স্কোর গড়া সম্ভব হচ্ছে অনেক দলেরই। টি-টুয়েন্টি ক্রিকেটের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের মানসিকতাই ৫০ ওভারের ক্রিকেটে এনেছে পরিবর্তন,

'এখন যেসব রান হচ্ছে তার সবগুলোই হাই স্কোরিং। এখন ৩০০ এর বেশি রানও তাড়া করা সম্ভব। সুতরাং আমি মনে করি না যে আমরা ভিন্ন কিছু প্রত্যাশা করতে পারি ইংল্যান্ডের উইকেট থেকে। টি-টুয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের কারণে এই বড় স্কোর গড়তে পারছে দলগুলো।'
৫০ ওভারের ক্রিকেটেও এখন টি টুয়েন্টি ফরম্যাটের বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়েছে বলে বিশ্বাস হোয়াটমোরের। তিনি আরও বলেছেন, 'টি-টুয়েন্টির বৈশিষ্ট্যগুলো এখন ৫০ ওভারের ক্রিকেটেরও স্থানান্তরিত হয়েছে। এই বিষয়গুলো মানিয়ে নেয়ার ব্যাপারে মানসিকতাতেও পরিবর্তন এসেছে সবার।'
১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব পালন করা হোয়াটমোর মনে করছেন আসন্ন বিশ্বকাপের আসরটিতে ব্যাটসম্যানের পরিবর্তে বেশি ভূমিকা পালন করবেন বোলাররাই। তাঁর বিশ্বাস ব্যাটসম্যানদের রানে বাঁধ দিতে হলে বোলারদেরকেই এগিয়ে আসতে হবে। হোয়াটমোর বলেছেন,
'আপনি দলগুলোর স্কোয়াড দেখুন, তাদের অনেকেরই দারুণ কিছু খেলোয়াড় আছে যারা কিনা রান করতে সক্ষম। সুতরাং ব্যাটসম্যানদের থেকে আমি মনে করি বোলারদের সামর্থ্যের পরিচয় বেশি দিতে হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে এবং ব্রেক থ্রু এনে দিতে হবে।'