বিশ্বকাপের আগে ছন্দে ফিরবে বোলাররাঃ শাদাব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের আগে ছন্দে নেই পাকিস্তান দলের বোলিং অ্যাটাক। যার প্রমাণ মিলেছে ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে। তবে অসুস্থতার কারণে দলের বাইরে থাকা লেগ স্পিনার সাদাব খান বিশ্বকাপের আগে দলের বোলারদের ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
অভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে ইংল্যান্ডে গেলেও নিজেদের সেরাটা দিতে পারছেন না হাসান আলি-জুনায়েদ খানরা। এখন পর্যন্ত দুই ম্যাচেই ইংলিশ ব্যাটসম্যানদের কাছে বেধড়ক পিটুনি খেয়েছেন তাঁরা।বোলাররা ছন্দ ফিরে পেলেই ম্যাচ জিততে শুরু করবে পাকিস্তান বলে দাবি সাদাবের। তবে বিশ্বকাপ এবং দ্বিপাক্ষিক সিরিজের চাপটা যে ভিন্ন এবং বাড়তি সেটা খুব ভালোভাবেই জানা আছে তাঁর।

'বিশ্বকাপে ভালো করার মত শতভাগ ক্ষমতা আছে পাকিস্তান দলের। তাঁরা এখন খানিকটা ধুঁকছে কিন্তু বাকি দলগুলোও বিভিন্ন দিক দিয়ে সমস্যায় আছে। বলতে গেলে সব মিলিয়ে ভালোই ক্রিকেট খেলছি আমরা। বোলাররা ভালো পারফর্ম করতে পারছে না।
'আসলে তাঁদের এখন যেমন ছন্দে থাকার প্রয়োজন ছিল তাঁরা সেই ছন্দে নেই। কিন্তু যখনি তাঁরা ছন্দে ফিরে পাবে আমরা ম্যাচ জিততে শুরু করব। আমাদের দলের চারজন গুরুত্বপূর্ণ সদস্য এই সিরিজে খেলছেন না। বিশ্বকাপ এবং দ্বিপাক্ষিকের সিরিজের মধ্যে যেমন পার্থক্য আছে তেমনই চাপটাও দুই জায়গায় দুই রকম।'
অসুস্থতার কারণে ইংল্যান্ড সিরিজে খেলতে যেতে না পারলেও বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন শাদাব। এর আগে সেখানে খেলার অভিজ্ঞতা আছে তাঁর তাই হুট করে সেই কন্ডিশনে মানিয়ে নিতে কষ্ট হবেনা বলে মনে করছেন তিনি,
'আমি এখন বিশ্বকাপের দিকে অগ্রসর হচ্ছি। বিগত বছর ধরে ইংল্যান্ডে বেশ কয়েকবার গিয়েছি আমরা। তাই সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াটা কঠিন হবেনা। আমাকে শুধু আমার ছন্দটা খুঁজে পেতে হবে। এছাড়া মানসিক প্রস্তুতির তো একটা বিষয় আছেই।'