রান পাহাড়ের ম্যাচে জয়ী ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মঙ্গলবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে সফরকারী পাকিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এরই সাথে সিরিজে ২-০ তে এগিয়ে গিয়েছে তারা। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে এদিন পাকিস্তানিদের ছুঁড়ে দেয়া ৩৫৯ রানের বিশাল লক্ষ্য ৩১ বল হাতে রেখেই টপকে যায় ইংলিশরা।
ইংলিশদের দারুণ এই জয়ের পেছনে কলকাঠি নেড়েছিলেন দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং জ্যাসন রয়। বিশেষ করে উইকেটরক্ষক ব্যাটসম্যান বেয়ারস্টো এদিন আবির্ভূত হয়েছিলেন হন্তারকের ভূমিকায়। ৫ ছয় এবং ১৫টি চারের সাহায্যে মাত্র ৯৩ বলে ১২৮ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছেন তিনি। অপরদিকে জ্যাসন রয়ও কম যাননি। ৪ ছয় এবং ৮ চারের মাধ্যমে ৫৫ বলে ৭৬ রান করেছেন এই ডানহাতি।
তবে ইংলিশদের জয়ে শেষ প্রলেপটি দিয়েছেন অলরাউন্ডার মঈন আলি। ৩৬ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। হাঁকিয়েছেন ৩টি ছয় এবং ৪টি চার। তাঁর সাথে অধিনায়ক ইয়ন মরগান অপরাজিত ছিলেন ১৭ রান নিয়ে। পাকিস্তানের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন জুনায়েদ খান, ইমাদ ওয়াসিম এবং ফাহিম আশরাফ।
এদিন ম্যাচটির শুরুতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন ইংলিশ দলপতি মরগান। এরপর খেলতে নেমে ২৭ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল সফরকারীরা। পরবর্তীতে তৃতীয় উইকেটের হারিস সোহেলের সাথে ৬৮ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন ওপেনার ইমাম উল হক।

৯৫ রানের মাথায় রান আউটের শিকার হয়ে হারিস (৪১) ফিরলে আবারো বিপদে পড়ে সফরকারীরা। তবে সেখান থেকে অধিনায়ক সরফরাজের সাথে ৬৭ রানের আরেকটি জুটি গড়েন ইমাম। দলীয় ১৬২ রানের সময় সরফরাজকে সাজঘরে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন ইংলিশ পেসার লিয়াম প্ল্যাঙ্কেট।
২৭ রান করে অধিনায়ক আউট হলে নতুন ব্যাটসম্যান আসিফ আলির সাথে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ওপেনার ইমাম। ২৭ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান আসিফের সাথে তাঁর জুটিটি ছিল ১২৫ রানের। এই জুটি গড়ার পথে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলেন ইমাম।
টম কারানের বলে বোল্ড হওয়ার আগে ১টি ছয় এবং ১৬টি চারের সাহায্যে ১৩১ বলে ১৫১ রান করেন তিনি। ইংল্যান্ডের মাটিতে যেকোনো পাকিস্তানি ব্যাটসম্যানের পক্ষে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
অপরদিকে আসিফ আলিও তুলে নিয়েছিলেন হাফসেঞ্চুরি। ৩ ছয় এবং ২ চারের সাহায্যে ৪৩ বলে ৫২ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। শেষ পর্যন্ত ইমাম এবং আসিফের দুর্দান্ত এই ইনিংস দুটির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৫৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান। ইংলিশ বোলারদের মধ্যে পেসার ক্রিস ওকস ছিলেন সবথেকে সফল। ১০ ওভারে ৬৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও টম কারান নিয়েছেন ৭৪ রানে ২টি উইকেট।
পাকিস্তানের ছুঁড়ে দেয়া ৩৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫৯ রানের বাম্পার জুটি গড়েন দুই ইংলিশ ওপেনার বেয়ারস্টো এবং রয়। ৭৬ রান করা রয়কে আউট করে এই জুটিটি ভেঙ্গেছিলেন ফাহিম আশরাফ। এরপর দ্বিতীয় উইকেটে জো রুটের সাথে ৭৫ রানের আরেকটি বড় জুটি গড়তে সক্ষম হন বেয়ারস্টো।
২৩৪ রানের মাথায় ইংলিশ এই ব্যাটসম্যানকে বোল্ড করেন জুনায়েদ খান। তবে এরপর রুটের ৪৩, বেন স্টোকসের ৩৭ এবং মঈন আলির অপরাজিত ৪৬ রানের ইনিংসে তেমন সমস্যায় পড়তে হয়নি স্বাগতিকদের। বিশাল লক্ষ্যে খেলতে নেমেও শেষ পর্যন্ত সহজ নিয়েই মাঠ ছেড়েছে তারা।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ৩৫৮/৯ (৫০ ওভার) (ইমাম- ১৫১, আসিফ-৫২; ওকস- ৪/৬৭, কারান-২/৭৪)
ইংল্যান্ডঃ ৩৫৯/৪ (৪৪.৫ ওভার) (বেয়ারস্টো-১২৮, রয়-৭৬; জুনায়েদ-১/৫৭, ইমাদ-১/৫৮)