promotional_ad

টি টুয়েন্টি বিশ্বকাপের স্বপ্নে বিভোর আফ্রিকার ছয় দল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফ্রিকা মহাদেশের ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে চলতি মাসে। এই টুর্নামেন্টে অংশ নিবে আফ্রিকার মোট ছয়টি দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি টুয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার লক্ষ্যে লড়াই করবে উগান্ডা, বতসওয়ানা, ঘানা, কেনিয়া, নামিবিয়া এবং নাইজেরিয়া এই ছয় দল।


এই দলগুলো ১৯শে মে থেকে ২৪ শে মে পর্যন্ত রাউন্ড রবিন লীগের ভিত্তিতে টুর্নামেন্টটিতে অংশ নিবে। যেখানে প্রতিটি দল একবার করে নিজেদের মুখোমুখি হবে। সবমিলিয়ে মোট ১৫টি ম্যাচ খেলার পর শীর্ষে থাকা দুটি দল সুযোগ পাবে টি টুয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে খেলার।



promotional_ad

আফ্রিকা কোয়ালিফায়ার দলগুলো আগামী ১১ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য গ্লোবাল কোয়ালিফায়ারে অংশ নিবে পাপুয়া নিউগিনি, আরব আমিরাত, হংকং, নেদারল্যান্ডস, ওমান, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ের সাথে। 


তবে আয়োজক দেশ হওয়ায় সরাসরি কোয়ালিফাই করার সুযোগ পাচ্ছে আরব আমিরাত। গত মার্চে ইস্ট এশিয়া প্যাসিফিকের (ইএপি) ফাইনাল পার করে কোয়ালিফাই করেছে পাপুয়া নিউগিনি। 


উল্লেখ্য অস্ট্রেলিয়া আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজ এরই মধ্যে ২০২০ টি টুয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে বাছাই পর্ব উৎরে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হবে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball