promotional_ad

কৃতিত্ব নিলেন না মাশরাফি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


উইন্ডিজদের বিপক্ষে নিজের প্রথম স্পেলে ছয় ওভার বল করে ৩২ রান খরচা করেন মাশরাফি বিন মুর্তজা। নিয়েছেন হাত খুলে খেলতে থাকা গত ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার সুনিল আমব্রিসের উইকেট। সুযোগ ছিল দুটি উইকেট নেয়ার, তিন নম্বরে নামা ডোয়াইন ব্রাভোর সহজ ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন মেহেদি হাসান মিরাজ। তবে বল হাতে পুষিয়ে দিয়েছেন মিরাজ নিজেই। ব্যক্তিগত ৫ রানে জীবন পাওয়া ব্রাভোকে ফিরিয়েছেন ৬ রানেই। মুস্তাফিজ বেশীক্ষণ স্থানী হতে দেননি রস্টন চেজের ইনিংস।


মাশরাফি দ্বিতীয় স্পেলে বল করতে আসেন ইনিংসের ৪২তম ওভারে। উইকেটে জমে যাওয়া দুই ব্যাটসম্যান ওপেনার শাই হোপ ও অধিনায়ক জেসন হোল্ডার খেলছিলেন যথাক্রমে ৮৭ ও ৬২ রানে। শতরানের জুটি গড়ে দলীয় স্কোর ২৮০ এমনকি তারও বেশিতে নিয়ে যাওয়ার জন্য থিতু হচ্ছিলেন এই হোপ-হোল্ডাররা। দ্বিতীয় স্পেলে এসেই হোপকে আশাহত করেন মাশরাফি।



promotional_ad

রাউন্ড দ্য উইকেট থেকে লেন্থ থেকে বের হয়ে যাওয়া বলে কট বিহাইন্ড হন তিনি। পরের ওভারে এসে ফের আঘাত হানেন মাশরাফি, এবার পথ থেকে সরান হার্ড হিটার হোল্ডারকে। ৬২ রানে একই কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন প্রতিপক্ষ দলের কাপ্তানকে। ৮ রানের ব্যবধানে উইন্ডিজদের আশা ধূলিসাৎ করেন তিনি। বাকি কাজটুকু করেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। নিয়মিত উইকেট তুলে নিয়ে উইন্ডিজদের মাত্র ২৪৭ রানে বেঁধে ফেলে বাংলাদেশ। ইনিংসের গুরুত্বপূর্ণ জাংশনে মাশরাফির ম্যাচের মোড় ঘুরানো পারফর্মেন্স ছাপিয়ে ম্যাচ সেরার পুরস্কার মিলে চার উইকেট নেয়া মুস্তাফিজুর রহমানের। বরাবরের মত, ম্যাচ শেষে দলের পরিচ্ছন্ন বোলিং পারফর্মেন্সের কৃতিত্ব নিজে না নিয়ে সতীর্থদের বাহবা দিলেন মাশরাফি।


‘আমরা ভালো বল করেছি। শুরুটা ভালো হয়নি আমাদের। তবে আমরা ব্রেক থ্রু পেয়েছি ভাগ্যক্রমে। মিডেল ওভারে মুস্তাফিজ খুব ভালো বল করেছে। সাকিব ও মিরাজ ভালো বল করেছে,’ পাঁচ উইকেটের সহজ জয়ের পর বলেছেন মাশরাফি।


বাংলাদেশ দল পরপর দুই ম্যাচে উইন্ডিজদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে। আজকের জয়ে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। তবে বাংলাদেশ দলের অধিনায়ক আইরিশদের হালকাভাবে নিতে রাজি নন। জয়ের ধারা বজায় রেখে ফাইনালে যেতে চান তিনি।



‘হ্যাঁ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা এখন রিলাক্স, তবে এখনো দুই ম্যাচ বাকি। পরের ম্যাচে ভালো খেলতে চাই এবং দেখি, ফাইনালে কি হয়।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball