promotional_ad

টেস্ট বলয় থেকে বের হওয়া মিশনে সাদমান

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


টেস্ট ম্যাচের জন্য আদর্শ ওপেনার সাদমান ইসলাম ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেটের জন্যও নিজেকে প্রস্তুত করতে চান। অফ সিজনে নিজের ব্যাটিংয়ে বাড়তি হাতিয়ার যোগ করার অনুশীলন করছেন তিনি।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা প্রিমিয়ার লীগে ভালো করা ক্রিকেটারদের নিয়ে এলিট ক্যাম্প আয়োজন করেছে। মিরপুরে জুন মাসের ১২ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে এলিট ক্যাম্প। চলমান ক্যাম্পকে ঘরের মাঠে আফগানিস্তান 'এ' দলের আসন্ন সিরিজের প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিন ফরম্যাটের ক্রিকেটের সাথে নিজেকে মানিয়ে নেয়ার জন্য এলিট ক্যাম্পকে কাজে লাগাচ্ছেন তরুণ ব্যাটসম্যান সাদমান।



promotional_ad

গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সাদমান ইসলামের। তিন টেস্ট খেলা সাদমান ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার, বিশেষ করে প্রথম শ্রেণীর ক্রিকেটে পরীক্ষিত ক্রিকেটার তিনি। ৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪৫ গড়ে ৭ সেঞ্চুরিতে তিন হাজারের বেশি রান করেছেন তিনি। দীর্ঘ পরিসরের ক্রিকেটের তুলনায় লিস্ট ‘এ’ ও টি-টুয়েন্টি রেকর্ড ওতটা সমৃদ্ধ নয়।


‘সেটা নিয়ে এখন অত চিন্তা করি না। হয়ত প্রিমিয়ার লিগে একটু বদলানোর চেষ্টা করেছিলাম। প্রিমিয়ার লিগ রানের খেলা। তাই এখানে কীভাবে আস্তে আস্তে উন্নতি করা যায় সেটা নিয়ে ভাবছি। মূলত আমি যেহেতু টেস্ট নিয়ে চিন্তা করি আমি এখানেই থাকব।


‘আর অফ সিজনে আমি চেষ্টা করব কীভাবে ওয়ানডে ও টেস্টে নিজেকে প্রস্তুত করা যায়। অবশ্যই টেস্ট খেলতে করি (পছন্দ)। যদি কখনো ওয়ানডে বা টি-টুয়েন্টিতে সুযোগ হয় আমি যদি নিজেকে প্রমান করি তাহলে ওখানকার জন্যও নিজেকে প্রস্তুত করার চেষ্টা করব।‘



চলমান ক্যাম্পকে আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য আদর্শ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ২৩ বছর বয়সী সাদমান।


‘অবশ্যই উন্নতির সুযোগ আছে। জাতীয় দলে অনেক দিন পরে খেলা। ‘এ’ দলের খেলাটিও ভালো খেলা। বড় খেলা। এইটাতে যদি ভাল করা যায়, দলেরও অনেক লাভ হবে। জাতীয় দলের ভবিষ্যত খেলোয়াড় বের করে আনতে এই ক্যাম্পটা গুরুত্বপূর্ন হবে।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball