promotional_ad

সাকিবের প্রতিদ্বন্দ্বী সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাকিব আল হাসান জাতীয় দলের অনুশীলন করেন না, এই অভিযোগ ক্রিকেট পাড়ায় নতুন নয়। আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে মিরপুরে ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্প আয়োজন করা হয়েছিল। বলার অপেক্ষা রাখে না, সাকিব আল হাসান ছিলেন আইপিএলে ব্যস্ত। এর আগেও ইনজুরি ও ক্লান্তির কারণে জাতীয় দলের অনুশীলনে ছিলেন না সাকিব।


সাকিবের অনুশীলনে না থাকার বিষয়টি দলের বাকি সদস্যদের জন্যও নতুন কিছু নয়। বিসিবি সভাপতি জাতীয় দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান শেষে বলেছিলেন, ‘আমার মনে হয় দলের সবার অভ্যাস হয়ে গেছে। এটা দুঃখজনক।’


তবে অনুশীলনে না থাকার অভিযোগ থাকলে নিজের পারফর্মেন্স নিয়ে অভিযোগ তোলার কোনো সুযোগ দেন নি সাকিব। সাকিবের জন্য মনস্তাত্ত্বিক প্রস্তুতিই আসল। ম্যাচের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পটু সাকিব বরাবরই সফল।



promotional_ad

গত বিপিএল ফাইনালে আঙ্গুলের ইনজুরির শিকার হওয়া সাকিব দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন। নিউজিল্যান্ড সিরিজে খেলা হয়নি তাঁর। আইপিএল প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে ফেরার জন্য যোগ্য মঞ্চ, কিন্তু সেখানেও প্রত্যাশা অনুযায়ী সুযোগ পান নি তিনি। আয়ারল্যান্ড ও বিশ্বকাপের আগে ম্যাচ টাইমের অভাব পোষাবে কিভাবে, এমন প্রশ্ন ছিল সবার মনে। হয়তো সাকিবের মনেও ছিল একই প্রশ্ন।


অন্যান্য দ্বিপাক্ষিক সিরিজ হলে হয়তো কোনো রকম অনুশীলন ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেটে খেলে ফেলতেন তিনি। কিন্তু বিশ্বকাপ মৌসুম বলেই হয়তো বাড়তি সতর্ক সাকিব।


জাতীয় দল যখন মিরপুরে অনুশীলন করে গেছে, সাকিব তখন নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন। আইপিএল চলাকালীন সময় পাঁচ কেজি ওজন কমিয়ে ঝরঝরে অবস্থায় ফিরে গেছেন তিনি। প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করেছেন স্কিল নিয়ে। একাই লড়েছেন নিজের সাথে।


কঠোর পরিশ্রমের ফলও পেয়েছেন হাতেনাতে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে চনমনে সাকিবকে দেখা গেছে। তিন বিভাগেই প্রতিপক্ষের মনে ভয় ধরাতে প্রস্তুত বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখা গেছে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং চিতার মত ক্ষিপ্র সাকিব বল হাতেও সমান শাণিত। ব্যাট হাতে সমান উজ্জীবিত সাকিবকে দেখলে মনে হবে বিশেষ মিশনে আছেন তিনি। ফিটনেস ও পারফর্মেন্সের দিক থেকে নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে আছেন সাকিব। নিজের সাথে সাকিবের লড়াইয়ের পেছনের গল্পটা অবশ্য গোপন রাখতে চান তিনি।



‘মানুষের জীবনে কিছু কিছু পেছন থেকে ধাক্কার প্রয়োজন হয়, ঠিক সিনেমার মতন। আমি সেই ধাক্কাটা পেয়েছি। কিভাবে পেয়েছি সেটা বলব না, সেটা গোপন থাকুক। তবে আমাকে বিষয়টি জাগ্রত করেছে। বড় কিছু না অবশ্য। আমি ২০১১ সাল পর্যন্ত ফিট ছিলাম। এরপর আমি নিজের ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ পাই নি। আমি কোনো তাগিদও অনুভব করি নি। তবে আমি এখন অনুভব করছি।‘ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball