রোহিত শর্মাকে ছাপিয়ে শীর্ষে তামিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা বা শিখর ধাওয়ানের মত ওপেনারদের পেছনে ফেলেছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। ওয়ানডেতে বিগত দুই বছরে ব্যাটিং গড়ের দিক থেকে এক নম্বর স্থানে আছেন তিনি।
শেষ দুই বছরে অন্তত ১০টি ইনিংসের পারফর্মেন্স দিয়ে এই তালিকায় সবার উপরে উঠে এসেছেন তামিম। যেখানে ২৩ ম্যাচে ৭৩.৮৮ গড়ে মোট ১৩৩০ রান করেছেন এই ওপেনার।

তামিমের পরের অবস্থানে আছেন রোহিত শর্মা। তামিমের চেয়ে ২০ ম্যাচ বেশী খেললেও গড়ের দিক দিয়ে পিছিয়ে আছেন এই ভারতীয় ওপেনার। মোট ৪৩ ম্যাচে ৭১.৬৫ গড়ে ২৫০৮ রান করেছেন তিনি।
এই রেকর্ডে তিন নম্বরে আছেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। যিনি ১৭ ম্যাচে ৬৪.৬৪ গড়ে ৯০৫ রান করেছেন। ২৭ ম্যাচে ৫৬.৫২ গড়ে ১৩০০ রান করে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন তারই সতীর্থ ফখর জামান।
এছাড়া ৫৪.৮০ গড়ে ১৩৭০ রান নিয়ে এই তালিকার পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ৫০.৪২ গড় নিয়ে ডেভিড ওয়ার্নার ষষ্ঠতে, ৪৮.৮৩ গড় নিয়ে ভারতের আজিঙ্কা রাহানে সপ্তমে এবং ৪৮.৭১ গড় নিয়ে অষ্টমে অবস্থান শিখর ধাওয়ানের।