promotional_ad

তিন নম্বরের সমাধান সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সাকিব আল হাসান আসন্ন বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করতে চান। তবে দলের প্রয়োজনে পছন্দের তিন নম্বর পজিশন বিসর্জন দিতে প্রস্তুত এই তারকা অলরাউন্ডার। 


বাংলাদেশ গত চার বছরে তিন নম্বর পজিশন নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে বাংলাদেশ। সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস ও লিটন দাসকে তিন নম্বর ব্যাট করার সুযোগ দেয়া হয়েছে। কিন্তু কেউই যথাযথভাবে সুযোগ কাজে লাগাতে পারেনি। 



promotional_ad

সাকিব ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মত তিন নম্বরে ব্যাট করার সুযোগ পান। প্রথমবার তিন নম্বরে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন তিনি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দফা তিনে ব্যাট করে ২৯ রান করেন তিনি। 


২০১৮ সালের উইন্ডিজ সফরে তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে সফল হন সাকিব। তিন ম্যাচ সিরিজে দুটি বড় ইনিংস খেলে বাংলাদেশকে সিরিজ জেতাতে সাহায্য করেন। 


এখন পর্যন্ত ১৩ ইনিংস তিন নম্বরে ব্যাট করে ৫টি ফিফটি হাঁকিয়েছেন। ৪১ গড়ে ৪৯২ রান করেছেন তিনি। তবে ক্যারিয়ারের বেশীরভাগ সময় পাঁচ নম্বরে ব্যাট করে এসেছেন সাকিব। পাঁচ নম্বরে ১২৫ ইনিংসে ৩৫ গড়ে ৩৮৫২ রান করেছেন তিনি, ৫ সেঞ্চুরি ও ৩০ ফিফটি এসেছে পাঁচ নম্বরে ব্যাট করেই। 



'এমনও সময় গিয়েছে, আমি দশম ওভারে ব্যাট করতে এসেছি, পাঁচ নম্বরে ব্যাট করা পরও। কিন্তু এখন সময় বদলে গেছে। আমি ৩৫-৪০ ওভারের আগে ব্যাট করার সুযোগ পাই না। আমার জন্য আগে ব্যাট করা সুবিধার। ব্যক্তিগতভাবে আমি তিন নম্বরে ব্যাট করতে চাই। আমি কোচ ও অধিনায়কের কাছে ইচ্ছার কথা বলেছি। তাঁরাই সিদ্ধান্ত নিচ্ছে।'


তিন নম্বরে ব্যাট করার ব্যক্তিগত ইচ্ছা পোষণ করলেও দলের জন্য যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত আছেন টেস্ট ও টি-টুয়েন্টি দলের কাপ্তান সাকিব আল হাসান, 'তবে আমার দলের জন্য যে কোনো পজিশনে ব্যাট করতে সমস্যা নেই,' বলেন সাকিব।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball