promotional_ad

বৃষ্টিতে সুযোগ হারালেন আমির, উজ্জ্বল আর্চার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ১৯ ওভার। ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচ পরিত্যক্ত হলেও পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানরা কিছুটা হলেও সুযোগ পেয়েছেন ব্যাটিংয়ের।


তবে বৃষ্টিতে কপাল পুড়েছে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়ার জন্য এই ওয়ানডে সিরিজই একমাত্র সুযোগ তাঁর। প্রথম ওয়ানডের একাদশে থাকলেও বৃষ্টির কারণে বোলিং করার সুযোগ পান নি তিনি।


তাই নিজেকে প্রমাণ করতে আরও অপেক্ষা করতে হচ্ছে তাঁকে। ১১ তারিখ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফের নিজেকে প্রমাণ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন আমির। 



promotional_ad

অন্যদিকে মাত্র ১৯ ওভার খেলা হলেও বল হাতে আলো ছড়িয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জোফরা আর্চার। ৪ ওভারে বোলিং করে ২ মেইডেন সহ মাত্র ৬ রান দিয়েছেন তিনি।


পাকিস্তানি ব্যাটসম্যানদের ভালোই ভুগিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিশ্বকাপে স্কোয়াডে জায়গা হয় নি তাঁরও। তাই পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে বল হাতে নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে আছেন তিনি।


বৃষ্টির কারণে এদিন ম্যাচের দীর্ঘ কমিয়ে প্রথমে আনা হয় ৪৭ ওভারে। ব্যাট করতে নেমে মাত্র ৩ রান করে ফখর জামান ফিরলেও বাবর আজমকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন ইমাম উল হক। 


দলীয় ৪৫ রানে বাবর ১৬ রানে ফিরলেও হারিস সোহেলের সঙ্গে রানের চাকা সচল রেখেছিলেন ইমাম। কিন্তু এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। দৈর্ঘ্য কমিয়ে ফের ৪১ ওভারের সময় শুরু হয় খেলা। তবে ১৯তম ওভারের পর আর বল মাঠে গড়ায় নি। ইমাম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪২ রানে। 



সংক্ষিপ্ত স্কোরঃ


পাকিস্তানঃ ৮০/২ (১৯ ওভার) (ইমাম ৪২*, হারিস ১৪*) (আর্চার ১/৬) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball