অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে বাংলাদেশ?

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিধ্বস্ত করার পর এবার আইরিশ বধের মিশনে নামবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যেতে যায় মাশরাফি বাহিনী। তাই উইনিং কম্বিনেশন ধরে রেখেই আজ মাঠে নামতে চাইবেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
উইন্ডিজদের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৪৩ রান যোগ করে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। তাই এই ম্যাচেও ওপেনিংয়ের দায়িত্ব সামাল দিবেন দুইজন। লিটন দাসকে এই ম্যাচেও বেঞ্চে বসে থাকতে হবে।

গত ম্যাচে তিন নম্বরে নেমে ৬১ রানের ইনিংস খেলা সাকিব আল হাসান এই পজিশনটি নিজের করে নিয়েছেন এটা বললে ভুল হবে না। তাই এই ম্যাচেও একই পজিশনে খেলতে দেখা যাবে তাঁকে।
এদিকে নিজের প্রিয় পজিশন চার নম্বরেই খেলবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়া মোহাম্মদ মিঠুন এবং মাহমুদুল্লাহ রিয়াদরা থাকছেন পাঁচ এবং ছয় নম্বরে। সাত নম্বরে হার্ড হিটারের ভূমিকা পালন করতে দেখা যাবে সাব্বির রহমানকে।
স্পিন এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে থাকা নিশ্চিত মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিনের। এছাড়াও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে বোলিংয়ে জুটি বাঁধবেন মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য ইংল্যান্ড বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড চলমানে ত্রিদেশীয় সিরিজ দিয়ে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। সেই সঙ্গে বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশনও খুঁজে পাওয়ার সুযোগ রয়েছে এই সিরিজেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান।