promotional_ad

আত্মবিশ্বাসী ইংল্যান্ড, সুযোগের অপেক্ষায় আমির

সংগৃহীত
promotional_ad

 


|| ডেস্ক রিপোর্ট ||


২০০৫ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতেনি পাকিস্তান। এবার তাঁদের সামনে সুযোগ এসেছে ১৪ বছরের এই আক্ষেপ দূর করার। সেই লক্ষ্যেই বুধবার লন্ডনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে পাকিস্তান।


বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এর আগে দুই দলের মধ্যকার একমাত্র টি-টুয়েন্টিতে জিতেছিল ইংলিশরা, তাই প্রথম ওয়ানডেতে জিততে মরিয়া পাকিস্তান।যেহেতু সামনে বিশ্বকাপ তাই এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাড়তি আত্মবিশ্বাস দিবে পাকিস্তানকে।


এছাড়া বিশ্বকাপের আগে ইংলিশ কন্ডিশনে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ বাড়তি সাহায্য করবে সরফরাজ আহমেদের দলকে। তাই বিশ্বকাপ মঞ্চে মাঠে নামার আগে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগটি কাজে লাগাতে চাইবে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।



promotional_ad

তবে ঘরের মাঠে ইংল্যান্ডের ক্ষমতা সম্পর্কে ধারণা রয়েছে সকলের। বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশন বাছাই করে নেয়াই তাঁদের মূল লক্ষ্য। সেই সঙ্গে নিজেদেরকে আরও পরিণত করেই বিশ্বকাপে যেতে চায় ইয়ন মরগানের দল।


আয়ারল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে বিশ্রামে থাকলেও ওয়ানডে সিরিজে বাটলার, স্টোকসদের ঠিকই পাচ্ছে ইংলিশরা। তাই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।


এদিকে এই ওয়ানডে সিরিজ দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়ার সুযোগ রয়েছে মোহাম্মদ আমিরের। ৫ ম্যাচের সিরিজে সবকটি ম্যাচে তাঁকে সুযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের, তাই নিজের শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া এই পেসার।


তবে দলগত পারফর্মেন্স খুব হতাশাজনক পাকিস্তানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে তাঁরা। সেই সিরিজের পর এই সিরিজ দিয়ে আবারও ওয়ানডে ম্যাচ খেলতে নামছে দলটি। তাই বিশ্বকাপের আগে জয়ের ধারায় ফিরতে মরিয়া আছে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ী দলটি।


গুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্য দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজকে পাচ্ছেনা পাকিস্তান। অন্যদিকে ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না জেসন রয় এবং মঈন আলি। 



পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক / উইকেটরক্ষক), আসিফ আলী, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ/ ইয়াসির শাহ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির।


ইংল্যান্ডের সম্ভাব্য একাদশঃ: জেমস ভিনস, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, জো ডেনলি, আদিল রশিদ, জোফরা আর্চার, ক্রিস ওকস , লিয়াম প্লাঙ্কেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball