promotional_ad

ক্যাচ মিসের মাশুল দিয়েছে ক??যারিবিয়রা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যাচ হাতছাড়া না করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত, ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের কাছে হারের পর বলেছেন উইন্ডিজ দলের কাপ্তান জেসন হোল্ডার। 


ডাবলিনে টসে জিতে শুরুতে ব্যাট করে ২৬১ রানের মাঝারি পুঁজি দাঁড় করায় ক্যারিবিয়রা। দারুণ ফর্মে থাক শাই হোপ ১০৯ রানের ইনিংস খেলেছেন। জবাবে ইনিংসের শুরুতেই তামিম ইকবালকে সাজঘরে ফেরানোর সুযোগ ছিল উইন্ডিজদের। 



promotional_ad

দ্বিতীয় ওভারেই কিমার রোচের বলে সজোরে ড্রাইভ করেছিলেন তামিম। কাভারে থাকা ফিল্ডার রস্টন চেইজ ডাইভ দিয়ে বল থামাতে ব্যর্থ হন। সেখান থেকে আরেক ওপেনার সৌম্য সরকারের সাথে ১৪৪ রানের ওপেনিং জুটি গড়তে সক্ষম হন তামিম।


তামিম ব্যক্তিগত ৮০ রানে আউট হওয়ার আগে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। ইনিংসের পাঁচ ওভার বাকি থাকতেই দুই অভিজ্ঞ সাকিব ও মুশফিক জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।


'আমরা হয়তো কিছু রান কম করেছি। কিন্তু আমরা এই স্কোর নিয়েই জিততে পারতাম। আমরা আমাদের সাহায্য করতে পারি নি। বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছি আমরা,' ম্যাচ শেষে বলেছেন উইন্ডিজ কাপ্তান হোল্ডার।



ত্রিদেশীয় সিরিজের দুটি ম্যাচ খেলা হয়ে গেছে হোল্ডারদের। প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারালেও বাংলাদেশের কাছে হারতে হয়েছে তাদের। তবে টুর্নামেন্টে ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী উইন্ডিজ কাপ্তান।


'এখনো টুর্নামেন্টের শুরুতে আছি আমরা। দুটি ম্যাচ খেলেছি আমরা। বাংলাদেশ একটি খেলেছে। আমরা আমাদের বাকি ম্যাচ গুলো জিততে চাইব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball