promotional_ad

বাংলাদেশের বোলারদের প্রশংসায় শাই হোপ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভালো অবস্থানে থেকেও স্কোরবোর্ডে যথেষ্ট রান যোগ করতে পারে নি উইন্ডিজরা। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েও পরাজিত দলের সদস্য হিসেবে মাঠ ছাড়তে হয়েছে সহ-অধিনায়ক শাই হোপকে। ম্যাচ হারলেও বাংলাদেশের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন এই সেঞ্চুরিয়ান।


ইনিংসের ৪০তম ওভারে ২ উইকেটে ১৯৭ রান ছিল উইন্ডিজদের। এরপরই দারুন বোলিং করে টাইগারদের ম্যাচে ফেরানোর পাশাপাশি উইন্ডিজদের মাত্র ২৬১ রানে আটকে দেয় বাংলাদেশের বোলাররা।



promotional_ad

শেষ ১০ ওভারে ৭ উইকেট মাত্র ৬৪ রান যোগ করতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা। তাই ডেথ ওভারে বাংলাদেশের বোলিং মনে ধরেছে শেই হোপের। এছাড়া ইনিংসের শুরুতেও তাঁরা ভালো বোলিং করেছে বলে জানান তিনি। 


'হ্যাঁ, রান যথেষ্ট হয়নি। শুরুটা সহজ ছিল না। বাংলাদেশি বোলাররা ভালো বল করেছে, স্ট্যাম্প তাক করে বল করেছে ওরা। 


'রান করা সহজ ছিল না। যেটা বললাম, আমাদের স্কোর যথেষ্ট ছিল না। আমি শুধু চেষ্টা করছি, দলের জন্য যত বেশি রান করা যায়।' 



এই নিয়ে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন শাই হোপ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপখকে খেলেছেন ১৭০ রানের ইনিংস আর মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে করেছেন ১০৯ রান। সব মিলিয়ে দারুণ ফর্মে আছেন এই ক্যারিবিয়ান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball