promotional_ad

ঠাণ্ডার অজুহাত দিতে চান না ম্যাকেঞ্জি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আয়ারল্যান্ডে বাংলাদেশ দলের ক্রিকেটারের প্রথম পরীক্ষা তাপমাত্রার সাথে মানিয়ে নেয়া। ঢাকার গরমে দুই সপ্তাহের অনুশীলন শেষে আয়ারল্যান্ডের দশ ডিগ্রি তাপমাত্রার সাথে মানিয়ে নেয়ার কঠিন পরীক্ষা দিতে হচ্ছে টাইগারদের।


তবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি বলছেন ভিন্ন কথা। ঠাণ্ডার অজুহাত নয়, বরং উইকেট ও প্রতিপক্ষ নিয়ে আরও পড়াশোনার ইঙ্গিত দিয়েছেন তিনি। সব মিলিয়ে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে সম্পূর্ণ অচেনা বাংলাদেশকে দেখা গেছে।



promotional_ad

আয়ারল্যান্ড উলভসের ৩০৮ রানের জবাবে বাংলাদেশ অল আউট হয়েছে ২১৯ রানে। বল হাতে ১০ ওভারে ৩০ রান খরচায় এক উইকেট নেয়ার পর ব্যাটসম্যান সাকিব আল হাসান দলের সর্বোচ্চ রান ছিলেন স্কোরার। ৪৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। বাকি ব্যাটসম্যানরা উইকেটে জমে গিয়েও ইনিংস লম্বা করতে পারেনি।  


‘আমরা কিছুদিন আগেই নিউজিল্যান্ড থেকে এসেছি। সেখানেও ঠাণ্ডা। আর ছেলেরা জানে কিভাবে ভিন্ন কন্ডিশনে খেলতে হয়। আমার মনে হয় সমস্যা তাপমাত্রার নয়। বিষয়টি উইকেটের। এখানে আপনার লাইন-লেন্থ বদলে ফেলতে হয়। সাথে সাথে রান করার জায়গাও বদলে ফেলতে হয়। এটা আবহাওয়া না, উইকেট, কন্ডিশন ও বিভিন্ন বোলার, যাদের আপনাকে সামলাতে হবে,’ ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন বাংলাদেশ দলের কোচ ম্যাকেঞ্জি।


ইংল্যান্ড বিশ্বকাপের আগে অবশ্য সব গুছিয়ে নেয়ার যথেষ্ট সময় পাচ্ছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে জায়গা পেলে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। আসল লড়াই শুরুর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।



‘এখানে আসার আগে বিশেষ ক্যাম্প করেছেন সবাই। এর আগে ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতায় ব্যস্ত ছিল অনেকে, যারা ছিল না টুর্নামেন্টে, ওরা ব্যস্ত ছিল অনুশীলন ক্যাম্পে। এখানে আসার আগে পুরো স্কোয়াডের সবাই সেখানে ছিল। কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার জন্য ভালো বলা চলে। এখনো এক মাস আছে বিশ্বকাপের। এখানে ওয়েস্ট ইন্ডিজ আছে, আয়ারল্যান্ড আছে, কাজটা সহজ হবে না। তবে বড় আসরের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার সুযোগটা ভালোই কাজে লাগবে।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball