promotional_ad

কষ্টার্জিত জয় পেল অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক ওয়ানডে ম্যাচে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই ১ বছরেরও বেশী সময় পর অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমেছেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। তাঁদের প্রত্যাবর্তনের ম্যাচে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


এদিন প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই দুই ওপেনার জর্জ ওয়াকার এবং হেনরি নিকোলসকে হারিয়ে বসে নিউজিল্যান্ড। অজি পেসার প্যাট কামিন্স জোড়া আঘাত হানেন।


দুই উইকেট হারালেও উইল ইয়াং এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় কিউইরা। এই জুটিতে ১৩৭ রান যোগ করেন দুজন। কিন্তু দলীয় ১৪৮ রানের মধ্যে দুজনকেই বিদায় করেন নাথান কুল্টার নাইল।


এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে বসে ব্ল্যাক ক্যাপ্সরা। প্যাট কামিন্স, জেসন বেহরেনডর্ফ এবং কুল্টার নাইলের বোলিং তোপে ৪৬.১ ওভারে মাত্র ২১৫ রানে গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড। অজি এই ৩ বোলার নেন ৩টি করে উইকেট।



promotional_ad

২১৭ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪ রান যোগ করতেই উসমান খাওয়াজাকে হারিয়ে বসে অস্ট্রেলিয়া। এরপর তিন নম্বরে নামা ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধেন অ্যারন ফিঞ্চ।


দুজন মিলে এই জুটিতে ৭৯ রান যোগ করলেও লেগ স্পিনার টড অ্যাস্টেলের বলে ৩৯ রানে বিদায় নেন ওয়ার্নার। স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে ফিফটি তুলে নেন ফিঞ্চ। এরপর অবশ্য ইনিংস লম্বা করতে পারেন নি অজি দলপতি।


ব্যক্তিগত ৫২ রানে জিমি নিশামের বলে ফিঞ্চ ফিরে যাওয়ার খানিক পর ২২ রান করে উইকেট ছুঁড়ে দেন স্মিথ। এরপরই বোলারদের দাপুটে বোলিংয়ে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। 


দলীয় ১৫৩ থেকে ২০৫ রানের মধ্যে আরও ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচ হেরে বসার শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু অ্যাডাম জাম্পা এবং জেসন বেহরেনডর্ফের দৃঢ়তায় ১০ বল বাকি থাকতে শ্বাসরুদ্ধকর ১ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। হ্যামিশ বেনেট নিউজিল্যান্ডের পক্ষে নেন ৩ উইকেট।


সংক্ষিপ্ত স্কোরঃ 



নিউজিল্যান্ড- ২১৫ অল আউট (৪৬.১ ওভার) (ব্লান্ডেল ৭৭; কামিন্স ৩/৩৬)


অস্ট্রেলিয়া- ২১৯/৯ (৪৮.২ ওভার) (ফিঞ্চ ৫৩; বেনেট ৩/৩১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball