promotional_ad

বিশাল জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু ক্যারিবিয়ানদের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে উইন্ডিজ। এদিনে দারুণ এক বিশ্বরেকর্ডও গড়েছেন উইন্ডিজের দুই ওপেনার।


টসে হেরে ব্যাট করতে নামার পর উইন্ডিজ ওপেনার শাই হোপ ও জন ক্যাম্পবেল মিলে করেছেন ৩৬৫ রান, যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি।


১৩৭ বলে ১৫ টি চার ও ৬ টি ছক্কায় ১৭৯ রান করেন ক্যাম্পবেল। ১৫২ বলে ২২ টি চার ও ২ টি ছক্কায় ১৭০ রান করেন হোপ। এই দুজনের দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে তিন উইকেট হারিয়ে ৩৮১ রান করে উইন্ডিজ।



promotional_ad

দুই উইন্ডিজ ওপেনারের উইকেট নিয়েছেন ব্যারি ম্যাকার্থি। বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কিমার রোচের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড।


ওপেন করতে নামা অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড (১২) এবং পল স্টার্লিং (০) দুজনকেই ফেরান তিনি। এরপরে অ্যাশ্লে নার্স ও শ্যানন গ্যাব্রিয়েলদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা।


শেষপর্যন্ত ৩৪.৪ ওভারে ১৮৫ রানে অলআউট হয়েছে দলটি। কেভিন ও'ব্রায়েনের ব্যাটে সর্বোচ্চ ৬৮ রান আসে। এছাড়া উইকেটরক্ষক গ্যারি উইলসন ৩০ ও আন্ড্রু বালবির্নি ২৯ রান করেন।


নার্স একাই দখল করেন চারটি উইকেট। গ্যাব্রিয়েল নিয়েছেন তিনটি উইকেট।



সংক্ষিপ্ত স্কোরঃ-


উইন্ডিজঃ- ৩৮১/৩ (২০ ওভার)
(ক্যাম্পবেল ১৭৯, হোপ ১৭০; ম্যাকার্থি ২/৭৬)
আয়ারল্যান্ডঃ- ১৮৫/১০ (৩৪.৪ ওভার)
(ও'ব্রায়েন ৬৮, উইলসন ৩০; নার্স ৪/৫১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball