উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ডে হোপ-ক্যাম্পবেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উদ্বোধনী জুটিতে সর্বাধিক রানের জুটির রেকর্ড গড়েছেন দুই উইন্ডিজ ব্যাটসম্যান শাই হোপ ও জন ক্যাম্পবেল। রেকর্ড বই থেকে ফখর জামান ও ইমাম-উল-হকের নামটা কেটে দিয়ে নিজেদের নাম লিখিয়েছেন তাঁরা।
শাই হোপ ও জন ক্যাম্পবেলের রেকর্ড জুটিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ৩৮১ রানের পাহাড় গড়েছে উইন্ডিজ।

১৩৭ বলে ১৫ চার ও ৬ ছক্কায় ১৭৯ রান করা ক্যাম্পবেল সাজঘরে ফিরলে রেকর্ড জুটিটি থামে ৩৬৫ রানে। মাত্র ৭ রানের জন্য ২০১৫ বিশ্বকাপে ক্রিস গেইল ও ম্যারলন স্যামুয়েলসের গড়া ৩৭২ রানের বিশ্ব রেকর্ডটি ভেঙে দিতে পারেননি।
ফলে এই রেকর্ডে দ্বিতীয় অবস্থানে থেকেই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। এদিকে, ক্যাম্পবেল ফিরে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি শাই হোপও। তিনি ফিরেছেন ১৭০ রান করে।
তাঁর ১৫২ বলের ইনিংসে ২২ চার ও ২ ছক্কা ছিল। দুই ওপেনারকেই নিজের শিকার বানিয়েছেন আইরিশ বোলার ব্যারি ম্যাকার্থি। উইন্ডিজের হয়ে একই ম্যাচে দুই ওপেনারই সেঞ্চুরি করে আরেকটি রেকর্ডে নাম লিখিয়েছেন।
শাই হোপ ও জন ক্যাম্পবেলের আগে আর কখনও উইন্ডিজের দুই ওপেনার সেঞ্চুরি পাননি একই ম্যাচে।