promotional_ad

বিশ্বকাপের ডামাডোলেও বসে নেই বাংলাদেশ ক্রিকেট

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চারদিকে এখন বিশ্বকাপের ডামাডোল। কান পাতলেই শোনা যায়, আসছে বিশ্বকাপ। বিভিন্ন দেশ বিভিন্নভাবে নিজেদের বিশ্বকাপের প্রস্তুতি সারছে। বাংলাদেশও বসে নেই। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারবে মাশরাফিরা। তবে তাই বলে স্থবির হয়ে যায় নি বাংলাদেশের ক্রিকেট।


কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ভালো ভাবেই উপলব্ধি করেছে, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে সারা বছর ক্রিকেট চালু রাখতে হবে। এরই প্রতিচ্ছবি যেন ফুটে উঠল ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কণ্ঠে,


'এ দলের দুটি প্রোগ্রাম আছে। আফগানিস্তান আসছে এবং শ্রীলঙ্কায় আমরা যাচ্ছি,‘ মিরপুরে সাংবাদিকদের বলেছেন আকরাম খান। ‘আমরা দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলব আফগানিস্তানের সাথে। ওরা অগাস্টের দিকে আসবে। সেটা শেষ হওয়ার পর শ্রীলঙ্কায় এ দলের সিরিজ আছে। সেখানে আমরা যাবো।'


‘সাধারণত ‘এ’ দল হয় যারা জাতীয় দলে ভালো পারফর্মেন্স করে না এবং যাদের জাতীয় দলে খেলার সম্ভাবনা থাকে তাঁদেরকে নিয়ে দলটি করা হয়। যাদের মনে করেন রানের দরকার জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এবং যাদের জাতীয় দলে খেলার সম্ভাবনা থাকে তাঁদেরকে নিয়ে এ দল করা হয়।'



promotional_ad

‘এ’ দলের ক্যাম্প চলাকালীন সময় জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) মাঠে গড়ানোর কথা আছে। সেক্ষেত্রে অদলবদল করেই ক্যাম্প পরিচালনা করা হবে। সেই ক্যাম্পে অংশগ্রহন করবেন ঢাকা প্রিমিয়ার লীগের সেরা পারফর্মাররা।


'এনসিএলের সাথে তখন হয়তো একটি বা দুটি ম্যাচ এ দলের ক্রিকেটাররা খেলতে পারবে। এনসিএল সাধারণত আগস্টের শেষের দিকে হয়। তখন হয়তো একটি বা দুটি রাউন্ড খেলতে পারবে। ক্যাম্প একটি হবে। ঢাকা প্রিমিয়ার লীগ থেকে যে ভালো পারফর্মেন্স করবে তাঁদেরকে নিয়ে আমরা একটি ক্যাম্প করবো।'


‘এ’ দলের ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। চলতি মাসের ১১ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে।


‘সেই ক্যাম্পটি ১১ তারিখ থেকে শুরু করবো এবং সেটি চলবে ২০-২৫ দিন এবং আমরা সেখান থেকে দেখবো,' বলেছেন আকরাম।


বহুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে একটি কথা বার বার প্রচারিত হয়ে আসছে বিভিন্ন মাধ্যমে, পাইপলাইনে যথেষ্ট পরিমান খেলোয়াড় নেই। এই কথাকে বুড়ো আঙ্গুল দেখানোর জন্যই বিসিবি এই সিদ্ধান্তে উপনিত হয়েছে, বসে থাকবে না বয়স ভিত্তিক ক্রিকেট।



আগামীকাল সোমবার থেকে মিরপুরে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের বিশেষ অনুশীলন ক্যাম্প। যারা সামনেই খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। শুধু অনূর্ধ্ব-১৯ ক্রিকেটই শেষ নয়। পাকিস্তানের বিপক্ষে চলছে অনূর্ধ্ব-১৬ দলের দ্বিপাক্ষিক সিরিজ।


আর আগামী ১৮ তারিখ থেকে আসছে হাই পারফর্মেন্স ইউনিটের চার ম্যাচ দীর্ঘ আবাসিক ক্যাম্প, এই ক্যাম্পে অংশ নিবে মূলত সেই সব ক্রিকেটাররা, যাদের বয়স ২৩-২৫ বছরের মধ্যে। উপরোক্ত সকল প্রোগ্রাম গুলোর কার্যক্রম দেখলেই প্রতীয়মান হয়, বাংলাদেশ ক্রিকেট বসে থাকবে না যখন সাকিব-তামিমরা রাঙ্গাবে ২০১৯ বিশ্বকাপ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball