promotional_ad

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে বাঁধা হতে পারে বৃষ্টি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আজ আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের। কিন্তু ত্রিদেশীয় সিরিজের আগে সাব্বির-সাকিবদের ঝালাই করে নেয়ার ম্যাচে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।


আবহাওয়ার পূর্বাভাস বলছে সকালের দিকে রোদ থাকলেও বেলা ১২টার দিকে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আয়ারল্যান্ড সময় সকাল ১১ টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাঁধায় পড়তে পারে বাংলাদেশের প্রস্তুতি। 



promotional_ad

পূর্বাভাস অনুযায়ী বেলা ১১টা থেকে সন্ধ্যা বিকেল ৫টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ৫টার পর থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা। কিন্তু সেটাও মাত্র ৩ ঘন্টার জন্য।


এই প্রস্তুতি ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে। একই দিন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাবে উইন্ডিজদের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড দল। 


হ্যারি টেক্টর বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ড উলভস দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।



বাংলাদেশ দলের ক্রিকেটাররাও আয়ারল্যান্ডে গিয়ে এখন পর্যন্ত শুধু নেট সেশন দিয়েই নিজেদের ঝালাই করে নিয়েছেন। তাই ত্রিদেশীয় সিরিজের আগে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের পুরোদমে প্রস্তুত করতে চাইবে মাশরাফি বাহিনী।  


আগামী ৭ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ জেসন হোল্ডারের উইন্ডিজ দল। এরপরই আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের উড়াল দিবে লাল-সবুজের দলটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball